মেয়েদের সুরক্ষায় তৎপর জেলা পুলিস মেয়েদের জন্য চালু হল হেল্পলাইন নম্বর! আরজি কর হাসপাতালের ঘটনার পর পূর্ব মেদিনীপুরে মেয়েদের সুরক্ষায় তৎপর জেলা পুলিস। শনিবার ৩১ শে আগস্ট ২০২৪ থেকে মেয়েদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর ৯৮০০৭৭৫৯৯৯ চা…
মেয়েদের সুরক্ষায় তৎপর জেলা পুলিস মেয়েদের জন্য চালু হল হেল্পলাইন নম্বর!
আরজি কর হাসপাতালের ঘটনার পর পূর্ব মেদিনীপুরে মেয়েদের সুরক্ষায় তৎপর জেলা পুলিস। শনিবার ৩১ শে আগস্ট ২০২৪ থেকে মেয়েদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর ৯৮০০৭৭৫৯৯৯ চালু হল। ২৪ঘণ্টা ওই হেল্পলাইন নম্বর চালু থাকবে। ওই নম্বরে সরাসরি ফোন এবং হোয়াটস অ্যাপ করা যাবে। হোয়াটসঅ্যাপে পুলিস সুপার সহ জেলার পুলিস কর্তা এবং বিভিন্ন থানার আইসি এবং ওসিদের নম্বর ভেসে উঠবে। প্রতিটি বাস, স্কুল, কলেজ এবং জনবহুল এলাকায় ওই নম্বর সহ পোস্টার সাঁটানো হবে। মেয়েদের পাশাপাশি বিপদে পড়লে অন্যরাও ফোন করে সাহায্য নিতে পারবেন।
বিশেষ হেল্পলাইন নম্বর ছাড়াও মেয়েদের সুরক্ষায় আরও একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে জেলা পুলিস। তারমধ্যে উল্লেখযোগ্য হল, প্রতিটি মহকুমায় মহিলা পুলিসকর্মীদের নিয়ে উইনার্স টিম গঠন করা হয়েছে। আগে দীঘা এবং হলদিয়ায় উইনার্স টিম ছিল। এবার তমলুক মহকুমাতেও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই টিম গড়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এগরাতেও এই টিম গড়া হবে। তাঁরা রাতেও টহল দেবেন। পর্যটন কেন্দ্র দীঘা, মন্দারমণিতে সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। উপকূল এলাকায় বেশকিছু পুলিস কিয়স্ক বেহাল হয়ে পড়েছিল। সেখানে পুলিসের থাকা সম্ভব ছিল না। এখন সবকটি বেহাল পুলিস কিয়স্ক সংস্কার করে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিস পেট্রলিং বাড়ানো হয়েছে। পাশাপাশি দীঘার বিপজ্জনক ঘাটে লাইফ জ্যাকেট রাখা হচ্ছে।
আরজি কর কাণ্ডের পর পূর্ব মেদিনীপুর জেলায় রাতের বেলায় সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ অন্যান্য পুলিসকর্তারা রাতের পাহারায় বের হচ্ছেন। তাঁদের সঙ্গে মহিলা পুলিস অফিসার ও কর্মীরা থাকছেন। তাঁরা পথচলতি মেয়েদের সঙ্গে কথা বলছেন। কোথাও কোনও সমস্যা হলে চটজলদি পদক্ষেপের জন্য বিশেষ হেল্পলাইন নম্বরে ফোন করার পরামর্শ দিচ্ছেন। জেলায় অনেক জায়গায় সিসি ক্যামেরা বেহাল অবস্থায় পড়ে আছে। সেইসব বেহাল সিসি ক্যামেরা সারানোর কাজ চলছে। ইতিমধ্যে প্রায় ৬০শতাংশ অকেজো ক্যামেরা মেরামত করা হয়েছে। বাকি কাজ দ্রুত করার জন্য পুলিস সুপার নির্দেশ দিয়েছেন।
প্রতিটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতাল, কাঁথি ও হলদিয়া মহকুমা হাসপাতাল সহ সর্বত্র নিরাপত্তা আগের চেয়ে অনেকটাই বাড়ানো হয়েছে। রাতে টহলরত পুলিস অফিসাররা হাসপাতালে গিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলছেন। এই জেলায় পর্যটনকেন্দ্র থাকায় বাইরে থেকে প্রচুর সংখ্যক পর্যটক আসেন। কখনও সখনও তাঁরা নিরাপত্তাজনিত সমস্যার মধ্যে পড়েন। বিশেষ হেল্পলাইন নম্বরে ফোন করে পর্যটকরা সাহায্য পাবেন।
পুলিস সুপার বলেন, আমরা ২৪ঘণ্টাব্যাপী বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছি। শনিবার থেকেই সেটা চালু হল। সরাসরি ফোন এবং হোয়াটসঅ্যাপ করা যাবে। হোয়াটসঅ্যাপ করলে জেলার পুলিস অফিসারের নম্বর চলে আসবে। প্রতিটি থানার আইসি এবং ওসিদের নম্বরও থাকবে। মেয়েদের সুরক্ষার লক্ষ্যে এই পরিষেবা চালু হয়েছে। এছাড়াও আমাদের কন্ট্রোলরুম নম্বর আছে।
No comments