নর্দমার ড্রেন থেকে তিন শিশুর দেহ উদ্ধার সারাদেশ উত্তাল আরজিকর কাণ্ডে সঠিক বিচারের দাবিতে। মহিলাদের নিরাপত্তার জন্য পূর্ব মেদিনীপুর জেলায় চালু হয়েছে হেল্প লাইন । পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত হ…
নর্দমার ড্রেন থেকে তিন শিশুর দেহ উদ্ধার
সারাদেশ উত্তাল আরজিকর কাণ্ডে সঠিক বিচারের দাবিতে। মহিলাদের নিরাপত্তার জন্য পূর্ব মেদিনীপুর জেলায় চালু হয়েছে হেল্প লাইন । পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত হুগলি এবং হলদি নদীর ধার থেকে উদ্ধার হল তিন নবজাতক শিশুদের দেহ। হলদিয়া কারখানা শ্রমিকরা বাড়ি ফিরছিলেন পাতিখালী কাছে দেখতে পায় তিন শিশু দেহ পড়ে থাকতে। শিল্প শহর দুর্গাচক এলাকার বজ্র জল নদীর সঙ্গে মেশে সেই সংযোগস্থলে পাতিখালী তে উদ্ধার হল তিন নবজাতক শিশুদেহ। সন্ধ্যের সময় তিন শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাচক থানার পুলিশ। কোথা থেকে এলো এই তিন শিশু দেহ সে নিয়ে এলাকার মানুষের চিন্তায় ভাজ পড়েছে উদ্ধারকাজের পর তদন্তে নেমেছেন দুর্গাচক থানার পুলিশ।
No comments