১২ চাকার লরি উল্টে বিপত্তি, ভাঙলো বসতি বাড়ি সেফ ড্রাইভ সেভ লাইফ সারা জেলা জুড়ে প্রচার চলছে। কিন্তু সচেতন করা যায়নি ড্রাইভার হেল্পারদের। আর তারই ফলেই দুর্ঘটনা বেড়েই চলছে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় প্রতিদিন ন্যাশনা…
১২ চাকার লরি উল্টে বিপত্তি, ভাঙলো বসতি বাড়ি
সেফ ড্রাইভ সেভ লাইফ সারা জেলা জুড়ে প্রচার চলছে। কিন্তু সচেতন করা যায়নি ড্রাইভার হেল্পারদের। আর তারই ফলেই দুর্ঘটনা বেড়েই চলছে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় প্রতিদিন ন্যাশনাল হাইওয়ে এবং রাজ্য সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ। তাহলে কি সেফ ড্রাইভ সেভ লাইফ শুধু প্রচারই হবে বাস্তবে তা কার্যকরী হবে না?
পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের প্রজাবাড় এলাকায় ভোররাতে মাছের খাওয়ার বোঝাই বারো চাকার লরি উল্টে বিপত্তি! যার ফলে দুটো বসতি বাড়ীর একাংশ ভেঙে গিয়েছে। ঘটনাস্থলে ময়না থানার বিশাল পুলিশ লাইনে এসে পৌঁছায়। গাড়িটি উদ্ধার কার্য চলছে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহাজান আলী। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চলে ছড়িয়েছে।
No comments