পৌর এলাকায় টি. বি রোগীদের রিলিফ প্রদান
নিয়ম করে হলদিয়া পৌর এলাকার টিবি রোগীদের বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এবং বিনামূল্যে টিভি রোগের ঔষধ তুলে দেওয়া হয় প্রতি মাসেই। ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/dzmn33wPK3c
সূত্রে জানা…
পৌর এলাকায় টি. বি রোগীদের রিলিফ প্রদান
নিয়ম করে হলদিয়া পৌর এলাকার টিবি রোগীদের বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এবং বিনামূল্যে টিভি রোগের ঔষধ তুলে দেওয়া হয় প্রতি মাসেই।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/dzmn33wPK3c
সূত্রে জানা যায়, গত ১৬ই অক্টোবর২০২৩ হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে হলদিয়া পৌর এলাকায় টিবি রোগী আক্রান্ত তাদের রিলিফ ও প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল এবং একজনের হাতে শ্রবণ যন্ত্র তুলে দিলেদিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক তানভীর আফজল। সূত্রের খবর সেই সময় পৌর এলাকায় ৪৫ জন টিবি আক্রান্ত রোগী ছিলেন। দিন যত বাড়ছে শিল্প এলাকায় টিবি আক্রান্ত রোগীর দিন দিন বেড়েই চলছে কিন্তু তাদের পাশে রয়েছে হলদিয়া পৌরসভা তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জি।
পূজার কয়েক দিন বাকি ,ঢাকে কাঁঠি পড়েছে রথযাত্রার খুঁটি পুজো থেকে। পুজোর সময় সকালেই আনন্দে কাটুক আর সেজন্য হলদিয়া পৌর এলাকায় টি.বি রোগীদের রিলিফ তুলে দেওয়া হল। এলাকার প্রায় ৫৫ জন টিবি রোগে আক্রান্ত তাদের পৌর এলাকাগত ভাবে চাল ডাল সোয়াবিন এবং সরষের তেল প্রতি মাসে তুলে দেওয়া হয়। প্রতিমাসেই নিয়ম করে খাদ্য সামগ্রী যখন তুলে দেওয়া হয় তখন উপস্থিত থাকেন হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক এসডিও সুপ্রভাত চ্যাটার্জী উপস্থিত থাকেন হলদিয়া পৌরসভার ই ও জুলফিকার আলী, ফিনান্স অফিসার দুলাল সরকার প্রমূখ। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হলদিয়া পৌরসভার ইও জুলফিকার আলী।
No comments