মাতঙ্গিনী হাজরার ৮৩ তম আত্ম বলিদান দিবস পালন
২৯ শে সেপ্টেম্বর বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার ৮৩ তম আত্ম বলিদান দিবস। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা আছে। স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে তমলুকের বান পুকু…
মাতঙ্গিনী হাজরার ৮৩ তম আত্ম বলিদান দিবস পালন
২৯ শে সেপ্টেম্বর বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার ৮৩ তম আত্ম বলিদান দিবস। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা আছে। স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে তমলুকের বান পুকুর পাড়ে ব্রিটিশের গুলিতে আত্ম বলিদান করেন। দিনটিকে স্মরণ করতে মাতঙ্গিনী হাজরার জন্মস্থান হোগলা গ্রামে "বীরাঙ্গনা মা মাতঙ্গিনী হাজরা ৮৩ তম আত্ম বলিদান দিবস উদযাপন কমিটি"র পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে মাতঙ্গিনী হাজরার জন্মস্থান হোগলা গ্রামে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এলাকার বিশিষ্ট সমাজসেবী দিবাকর জানার নেতৃত্বে একটি মোটরবাইক র্যালি এলাকা ঘুরে ভোগলা গ্রামে এসে শেষ হয়। এলাকায় অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন আত্ম বলিদান দিবসের অনুষ্ঠানে।
দিবাকর জানা (বিশিষ্ট সমাজসেবী) দিনটির তাৎপর্য তুলে ধরেন।
No comments