হলদিয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে " ছবি আঁকো " প্রতিযোগিতা হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হল
প্রতিযোগিতা অনুপ্রেরণার একটি রূপ। অংকন এমনই একটি বিষয় যা একাগ্রতা উন্নত করে, তরুণ ছাত্র-ছাত্রীদের মনক…
হলদিয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে " ছবি আঁকো " প্রতিযোগিতা হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হল
প্রতিযোগিতা অনুপ্রেরণার একটি রূপ। অংকন এমনই একটি বিষয় যা একাগ্রতা উন্নত করে, তরুণ ছাত্র-ছাত্রীদের মনকে অনুপ্রাণিত করে এবং সম্ভাব্য সর্বোত্তম উপায়ে বার্তা পৌঁছে দেয়। অঙ্কন হল অভিব্যক্তির সর্বোত্তম রূপ, যা সত্যিকারের কল্পনাকে প্রকাশ করে।প্রারম্ভিক প্রস্তুতি সব সময় সফল অংশগ্রহণকারীদের জন্য উপকারী।
আজ ইং ২৯ সেপ্টেম্বর ২০২৪ , রবিবার দুপুর ১টায় পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমী ও মহাকুমা ভিত্তিক দ্বারা আয়োজিত রাজ্যব্যাপী " বসে ছবি আঁকো " প্রতিযোগিতা হলদিয়া মহকুমার অন্তর্গত পুনর্বাসন বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হলো।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলার " জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর "-এর আয়োজনে বসে ছবি আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হলদিয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে "ছবি আঁকো" প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। যার বিষয় ছিল " স্বদেশ "।
এদিনের অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণেন্দু চক্রবর্তী ও শ্রী পবিত্র পাল বলে জানিয়েছেন, হলদিয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক ঋতুপর্ণা হালদার।
দুই বিভাগের স্থানাধিকারীদের নাম যথাক্রমে --
ক . বিভাগ--
১। অন্বেষা দাস, মাদার টেরেসা লায়ন্স স্কুল।
২। উদিতা ঘোষ, পৌর পাঠভবন।
৩। ঋষিতা হাজরা, বাসুদেবপুর রাজারামমোহন শিক্ষা নিকেতন।
খ বিভাগ--
১। শুভম মন্ডল, লক্ষ্যা
হাই স্কুল (উচ্চ মাধ্যমিক)।
২। অরুণাভ ভূঁঞ্যা , রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যামন্দির।
৩। সায়ন্তী মন্ডল, বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়।
দু'ই বিভাগ মিলিয়ে মোট ২০০ জন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল।
No comments