রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার হোয়াটসঅ্যাপ
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ পরিষেবা চলু করা হল। বৃহস্পতিবার এই পরিষেবার উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। হোয়টাসঅ্যাপ নম্বরটি হল ৮৪৩৩৭১৯১২১। এখান…
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার হোয়াটসঅ্যাপ
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ পরিষেবা চলু করা হল। বৃহস্পতিবার এই পরিষেবার উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। হোয়টাসঅ্যাপ নম্বরটি হল ৮৪৩৩৭১৯১২১। এখানে বিদ্যুৎ বিল সংক্রান্ত তথ্য যেমন মিলবে, তেমনই বিল দেখা ও তার কপি ডাউনলোড করা যাবে। বিল পেমেন্ট করা, তার রসিদ পাওয়া, প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে রিচার্জ করা, নতুন সংযোগের জন্য আবেদন করা, আবেদনের কোটেশন জানতে চাওয়া, বিদ্যুৎ সংযোগ না-থাকলে, সেই বিষয়ে অভিযোগ জানানো প্রভৃতি পরিষেবা মিলবে এখানে। মন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ সংক্রান্ত সচেতনতার তথ্যও পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে।
No comments