Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লোহাগড়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

লোহাগড়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত 

সৈয়দ খায়রুল আলম, নড়াইল ডেস্কঃ নড়াইলের লোহাগড়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে  মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
শ্রী শ্রী নিতাই …

 




লোহাগড়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত 



সৈয়দ খায়রুল আলম, নড়াইল ডেস্কঃ নড়াইলের লোহাগড়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে  মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 


শ্রী শ্রী নিতাই গৌর সুন্দর জিউর মন্দির প্রাঙ্গণ থেকে  মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে পাইলট স্কুল,ফয়েজমোড় হয়ে লোহাগড়া বাজার প্রদক্ষিণ করে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির প্রাঙ্গন এসে সমাপ্ত করে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রসাদ বিতরণ হয়েছে। 

সোমবার ২৬ আগষ্ট সকাল এগারোটায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ লোহাগড়া উপজেলা শাখার নেতৃবৃন্দের আয়োজন বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো জহুরুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি মিঠুন কুমার মৈত্র, লোহাগড়া শ্রী শ্রী নিতাই গৌর সুন্দর জিউর মন্দিরের সভাপতি ডাক্তার প্রবীর কুমার দে শ্যাম,সম্পাদক সহকারী অধ্যাপক দিপক কুমার সাহা, জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মো টিপু সুলতান, চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো মিলু শরিফ, মানবিক সমাজকর্মী সৈয়দ খায়রুল আলম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক  বাটু, সাবেক কৃষি কর্মকর্তা রঘুনাথ কর, উপজেলা পুঁজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম দেওয়ান, সম্পাদক পরিক্ষীত গোসাই, ৮৬ নেতা গৌতম কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। 

সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী  উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ- উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করে, হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন।

জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, ইসকনসহ সারাদেশের  বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে বিশেষ অনুষ্ঠান  সম্প্রচারিত হয়েছে।

No comments