শেখ হাসিনার সরকার নিষিদ্ধ করলো জামাত-শিবিরকে
ঢাকা: কট্টরপন্থী সংগঠন জামাত-ই-ইসলামি এবং তাদের ছাত্র শাখা ‘ছাত্র শিবির’কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। আজ বুধবারই এব্যাপারে সরকারি নির্দেশিকা জারি হতে চলেছে। মঙ্গলবার এক…
শেখ হাসিনার সরকার নিষিদ্ধ করলো জামাত-শিবিরকে
ঢাকা: কট্টরপন্থী সংগঠন জামাত-ই-ইসলামি এবং তাদের ছাত্র শাখা ‘ছাত্র শিবির’কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। আজ বুধবারই এব্যাপারে সরকারি নির্দেশিকা জারি হতে চলেছে। মঙ্গলবার একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিন মন্ত্রকের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরই সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী।
ওপার বাংলায় সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলন চলাকালীন হিংসার বলি হয়েছেন ১৪৭ জন। জখম দেড় হাজারের বেশি। এই ঘটনায় জামাত-শিবিরের যোগসূত্রের নানা তথ্য সামনে এসেছে বলে খবর। যে কারণে জামাত-শিবিরের উপরে নামতে চলেছে শাস্তির খাঁড়া।
সাম্প্রতিক হিংসা ও প্রাণহানির ঘটনার তদন্তে ইতিমধ্যে হাইকোর্টের এক বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করেছে ঢাকা। ‘যথাযথ ও উচ্চ মানের’ তদন্তের স্বার্থে বিদেশি প্রযুক্তিগত সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেবে তারা। মঙ্গলবার নিজের সরকারি বাসভবন ‘গণভবন’-এ জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার সঙ্গে সাক্ষাতের সময় এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং। এই বিষয়ে বাংলাদেশ সরকারের তরফে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
এদিকে, পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হয়ে ওঠায় ঢাকা-সহ চার জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্ফু শিথিল করা হয়েছে। এমনই জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাকি জেলাগুলিতে কার্ফু শিথিলের সময় সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন স্থির করবে বলেও জানিয়েছেন তিনি।
No comments