সিভিক ভলান্টিয়ারদের আরও বেশি করে ব্যবহার করতে চাইছে রাজ্য পুলিস
অপরাধ নিয়ন্ত্রণে এবার সিভিক ভলান্টিয়ারদের আরও বেশি করে ব্যবহার করতে চাইছে রাজ্য পুলিস। বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকায় কোনও অপরাধ হলে সংশ্লিষ্ট থানায় সেই খবর আসতে অনেক…
সিভিক ভলান্টিয়ারদের আরও বেশি করে ব্যবহার করতে চাইছে রাজ্য পুলিস
অপরাধ নিয়ন্ত্রণে এবার সিভিক ভলান্টিয়ারদের আরও বেশি করে ব্যবহার করতে চাইছে রাজ্য পুলিস। বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকায় কোনও অপরাধ হলে সংশ্লিষ্ট থানায় সেই খবর আসতে অনেকটা সময় লেগে যায়। ফলে ঘটনাস্থলে পুলিসের পৌঁছতে দেরি হয়ে যায়। সেই সুযোগে চম্পট দেয় দুষ্কৃতীরা। এমন পরিস্থিতিতে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগাতে চাইছেন পুলিসের কর্তারা। যাতে অকুস্থল থেকে তাঁরা দ্রুত খবর পাঠাতে পারেন। একারণে তৈরি হচ্ছে পৃথক অ্যাপ। তাঁরা অ্যাপের মাধ্যমেই খবর পাঠাবেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেই মতো পদক্ষেপ করবেন আধিকারিকরা।
গত কয়েক বছরে বিভিন্ন জেলায় খুন, ডাকাতির মতো একাধিক ঘটনা ঘটেছে। হয়েছে রাজনৈতিক সংঘর্ষ। এই ধরনের ঘটনার খবর অনেক দেরিতে নজরে আসছে পুলিস কর্তাদের। ফলে অপরাধীরা পালিয়ে যাচ্ছে। কখনও কখনও পুলিস দেরিতে পৌঁছনোয় বিভিন্ন জায়গায় পুলিসকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কিছু কিছু ঘটনার খবর শীর্ষস্তরের আধিকারিকদের গোচরে আসছে না। পরে তা বড় আকার নিলে তার দায় গিয়ে পড়েছে কর্তাদের উপর। এতে সরকারের মুখ পুড়ছে। স্থানীয় বাসিন্দা হওয়ায় সিভিক ভলান্টিয়াররা এলাকায় বিভিন্ন খবর আগে পান। কিন্তু সুযোগ না থাকায় তাঁরা তা জানাতে পারেন না শীর্ষ কর্তাদের। এলাকা ভিত্তিক অপরাধী কারা, তাদের মধ্যে ক’জন সক্রিয়, নতুন কারা এই দলে যোগ দিয়েছে, এসব খবর আগে পান সিভিক ভলান্টিয়াররা। এই খবরের জোগান পেতেই রাজ্য পুলিসের কর্তারা সিভিকদের জন্য আলাদা অ্যাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে যে কোনও ঘটনা, অপরাধ, অপরাধীদের তথ্য ও অন্যান্য খবর পাঠাতে পারবেন তাঁরা। এই অ্যাপ যেহেতু কর্তারা নিয়ন্ত্রণ করবেন, তাই পরিস্থিতি বুঝে তাঁরা সরাসরি থানার আধিকারিকদের নির্দেশ পাঠাতে পারবেন। থানাগুলিও আর কোনও ঘটনা গোপন রাখতে পারবে না। পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের কাজের মূল্যায়নও করা যাবে। এতে অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী কর্তারা।
No comments