Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বন্দর পরিদর্শন করলেন নেপাল সরকারের ১৪ সদস্যের প্রতিনিধি দল

হলদিয়া বন্দর পরিদর্শন করলেন নেপাল সরকারের ১৪ সদস্যের প্রতিনিধি দলপন্য পরিবহনের পরিবেশ, পরিকাঠামো সরেজমিনে দেখতে হলদিয়া বন্দর পরিদর্শন করলেন নেপাল সরকারের ১৪ সদস্যের প্রতিনিধি দলটি । নেতৃত্বে ছিলেন নেপাল সরকারের শিল্প ও বাণিজ্য …

 


হলদিয়া বন্দর পরিদর্শন করলেন নেপাল সরকারের ১৪ সদস্যের প্রতিনিধি দল

পন্য পরিবহনের পরিবেশ, পরিকাঠামো সরেজমিনে দেখতে হলদিয়া বন্দর পরিদর্শন করলেন নেপাল সরকারের ১৪ সদস্যের প্রতিনিধি দলটি । নেতৃত্বে ছিলেন নেপাল সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী দামোদর ভাণ্ডারি । বন্দরের একাধিক বার্থ ঘুরে দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা । পরে বন্দরের পদস্থ কর্তাদের সঙ্গে তারা দীর্ঘ বৈঠক করেছেন । হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি এবং বন্দরের জেনারেল ম্যানেজার ( এম অ্যাণ্ড এস) প্রবীন কুমার দাস সহ অন্যান্য আধিকারিক প্রতিনিধি দলের সঙ্গে । হলদিয়া বন্দরের মাধ্যমে ভোজ্য তেল, কয়লা এবং কন্টেইনার বোঝাই পণ্য আমদানি করে নেপাল । বিশাখাপত্তনম বন্দর ঘুরে পণ্য যেত নেপালে । সেভাবে পণ্য আমদানিতে নেপাল সরকারের খরচ বেশি হতো ।  তাই হলদিয়া বন্দর মাধ্যমে পন্য আমদানিতে জোর দিয়েছে নেপাল সরকার । জানা গিয়েছে, ২০২২-২০২৩ আর্থিক বর্ষে হলদিয়া বন্দর মারফত  ৮ লক্ষ মেট্রিক টন পণ্য সরবরাহ হয়েছে নেপালে । আমদানি করেছে হলদিয়া বন্দরে মাধ্যমে । হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার ( এম অ্যাণ্ড এস) প্রবীন কুমার দাস জানিয়েছেন ," পণ্য পরিবহনের জন্য নেপাল সরকার হলদিয়া বন্দরকে ব্যবহার করতে আগ্রহী হয়েছে । খরচ বাঁচাতে তাদের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ‌।‌ আমরাও সেই পণ্য সরবরাহে যাবতীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি । নেপাল সরকার হলদিয়া বন্দরের মাধ্যমে আগামী দিনে আরও বেশি পণ্য আমদানি করবে বলে মনে করা হচ্ছে । এর ফলে বন্দরও লাভবান হবে ।"

No comments