হলদিয়া বন্দর পরিদর্শন করলেন নেপাল সরকারের ১৪ সদস্যের প্রতিনিধি দলপন্য পরিবহনের পরিবেশ, পরিকাঠামো সরেজমিনে দেখতে হলদিয়া বন্দর পরিদর্শন করলেন নেপাল সরকারের ১৪ সদস্যের প্রতিনিধি দলটি । নেতৃত্বে ছিলেন নেপাল সরকারের শিল্প ও বাণিজ্য …
হলদিয়া বন্দর পরিদর্শন করলেন নেপাল সরকারের ১৪ সদস্যের প্রতিনিধি দল
পন্য পরিবহনের পরিবেশ, পরিকাঠামো সরেজমিনে দেখতে হলদিয়া বন্দর পরিদর্শন করলেন নেপাল সরকারের ১৪ সদস্যের প্রতিনিধি দলটি । নেতৃত্বে ছিলেন নেপাল সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী দামোদর ভাণ্ডারি । বন্দরের একাধিক বার্থ ঘুরে দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা । পরে বন্দরের পদস্থ কর্তাদের সঙ্গে তারা দীর্ঘ বৈঠক করেছেন । হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি এবং বন্দরের জেনারেল ম্যানেজার ( এম অ্যাণ্ড এস) প্রবীন কুমার দাস সহ অন্যান্য আধিকারিক প্রতিনিধি দলের সঙ্গে । হলদিয়া বন্দরের মাধ্যমে ভোজ্য তেল, কয়লা এবং কন্টেইনার বোঝাই পণ্য আমদানি করে নেপাল । বিশাখাপত্তনম বন্দর ঘুরে পণ্য যেত নেপালে । সেভাবে পণ্য আমদানিতে নেপাল সরকারের খরচ বেশি হতো । তাই হলদিয়া বন্দর মাধ্যমে পন্য আমদানিতে জোর দিয়েছে নেপাল সরকার । জানা গিয়েছে, ২০২২-২০২৩ আর্থিক বর্ষে হলদিয়া বন্দর মারফত ৮ লক্ষ মেট্রিক টন পণ্য সরবরাহ হয়েছে নেপালে । আমদানি করেছে হলদিয়া বন্দরে মাধ্যমে । হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার ( এম অ্যাণ্ড এস) প্রবীন কুমার দাস জানিয়েছেন ," পণ্য পরিবহনের জন্য নেপাল সরকার হলদিয়া বন্দরকে ব্যবহার করতে আগ্রহী হয়েছে । খরচ বাঁচাতে তাদের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে । আমরাও সেই পণ্য সরবরাহে যাবতীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি । নেপাল সরকার হলদিয়া বন্দরের মাধ্যমে আগামী দিনে আরও বেশি পণ্য আমদানি করবে বলে মনে করা হচ্ছে । এর ফলে বন্দরও লাভবান হবে ।"
No comments