সূর্যের আলো ফোটার আগেই চৈতন্যপুর বাজারে আগুন বছরের শুরু থেকেই আগুনের লেলিহান শিখা শিল্প তালুক হলদিয়ার বিভিন্ন মার্কেটে জ্বলতেই আছে। গত কয়েক মাস আগেই চৈতন্যপুর আপনিকে মার্কেটের সামনেই একটি চায়ের দোকানে আগুন লেগেছিল। দগ্ধ ঘা শু…
সূর্যের আলো ফোটার আগেই চৈতন্যপুর বাজারে আগুন বছরের শুরু থেকেই আগুনের লেলিহান শিখা শিল্প তালুক হলদিয়ার বিভিন্ন মার্কেটে জ্বলতেই আছে। গত কয়েক মাস আগেই চৈতন্যপুর আপনিকে মার্কেটের সামনেই একটি চায়ের দোকানে আগুন লেগেছিল। দগ্ধ ঘা শুকাতে না শুকাতেই ফের চৈতন্যপুর সবজি মার্কেটে শর্ট-সার্কিটে আগুন?
সূত্রে জানা যায় ৭ই আগস্ট ভোর চারটের নাগাদ চৈতন্যপুর সবজি মার্কেটে সবজী দোকানে দাউ দাউ করে জ্বলছে আগুন পাশাপাশি দোকানগুলো থেকে ছুটে আসে আগুন নেভানোর জন্য চেষ্টা করে। তৎক্ষণাৎ খবর দেয় দমকল বাহিনীকে দম কলের দুটি ইঞ্জিন এসে তৎক্ষণাৎ আগুন নেভাতে সক্ষম হয়। সূত্রে জানা যায় শর্ট সার্কিট থেকে এই আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে পাশাপাশি কয়েকটি দোকান ও ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনায় তদন্তে নেমেছেন সুতাহাটা থানার পুলিশ।
No comments