Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্ষুদিরাম স্মরণ

ক্ষুদিরাম স্মরণ বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস মর্যাদার সাথে পালিত হলো দেশজুড়ে।দিনটিকে সামনে রেখে মহিষাদল ছাত্র সমন্বয়  এবং মহিষাদল সংস্কৃতি সংস্থা পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। মহিষাদল ছাত্র সমন্বয়ের উদ্যোগে আয়োজন করা হয় র…

 




ক্ষুদিরাম স্মরণ

 বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস মর্যাদার সাথে পালিত হলো দেশজুড়ে।দিনটিকে সামনে রেখে মহিষাদল ছাত্র সমন্বয়  এবং মহিষাদল সংস্কৃতি সংস্থা পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। মহিষাদল ছাত্র সমন্বয়ের উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান ও বৃক্ষদান কর্মসূচি। মহিষাদল পুরানো গীতা সিনেমা হলের সামনে আয়োজন হয় অনুষ্ঠানটি। ১০০ জনের লক্ষ্যমাত্রা, রক্তদাতা সহ প্রায় ২০০ বৃক্ষ প্রদান করা হয় উপস্থিত মানুষজনের হাতে। অপদিকে মহিষাদল সংস্কৃতি সংস্থা উদ্যোগে বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান সমন্ধে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে মহিষাদল বিপন্নবন্ধুর সভাগৃহে আয়োজন করা হয় আলোচনা সভা।ক্ষুদিরাম বসুর সম্বন্ধে আলোচনা করেন শিক্ষক- গবেষক বাপ্পাদিত্য মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি,সংস্থার সভাপতি দেবাশিস মাইতি, সম্পাদক সৌরভ ভূঁইয়া  সহ অন্যান্যরা। 

বীর ক্ষুদিরাম বসুর আত্ম বলিদানের বিষয় সকলের সামনে তুলে ধরতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন বলে উদ্যোগতারা জানান।।

No comments