আর জি কর ঘটনার প্রতিবাদে হলদিয়া রাজপথে মানবাধিকার কমিশনের মহিলা সেলের সম্পাদিকা মানসী দে শেঠ
কখনো স্লোগান উঠছে দোষীদের বিচার চাই, আবার কখনো স্লোগান হচ্ছে? সি বি আই কে উত্তর দিতে হবে, পুলিশ তুমি যতই বাড়ো, তোমার মেয়ে হচ্ছে বড়। আ…
আর জি কর ঘটনার প্রতিবাদে হলদিয়া রাজপথে মানবাধিকার কমিশনের মহিলা সেলের সম্পাদিকা মানসী দে শেঠ
কখনো স্লোগান উঠছে দোষীদের বিচার চাই, আবার কখনো স্লোগান হচ্ছে? সি বি আই কে উত্তর দিতে হবে, পুলিশ তুমি যতই বাড়ো, তোমার মেয়ে হচ্ছে বড়। আবার কখনো উই ওয়ান্ট জাস্টিস এর শ্লোগান উঠছে মিছিল থেকে। রবিবার পূর্ব ঘোষণা অনুযায়ী হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড তালপুকুর এলাকার থেকে মিছিল শুরু হয়। এলাকার বিভিন্ন স্তরের শুভানুধ্যায় শিক্ষক ছাত্র মহিলা আইনজীবী সকলেই পা মেলালেন মানবাধিকার কমিশনের মহিলা সেলের রাজ্য সম্পাদিকা মানসী দে শেঠের আহবানে পথে নামেন হাতে প্ল্যাকার্ড, we one justice এর স্লোগান।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/B8pEoOfaocs
হলদিয়া ডিঘাসীপুর তাল পুকুর থেকে হলদিয়া ব্রজলাল চক হাই রোড মহাত্মা গান্ধীর মূর্তি পর্যন্ত। আরজিকর ঘটনা সঙ্গে যুক্তদের কঠোরতম শাস্তি দাবিতে মিছিল হয়। মিছিল শেষে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের রাজ্য মহিলা সেলের সম্পাদিকা মানসী দে শেঠ তিনি বলেন যত দিন পর্যন্ত আর জি কর ঘটনা সঙ্গে যুক্তদের দোষীদের শাস্তি না হও। ততদিন এই রাজপথে থাকবে মানসী দে শেঠ।
No comments