আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে পথে নামলে তমলুকের আইনজীবীরা
কলকাতায় চিকিৎসক খুনে এবার প্রতিবাদ শুরু করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘ…
আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে পথে নামলে তমলুকের আইনজীবীরা
কলকাতায় চিকিৎসক খুনে এবার প্রতিবাদ শুরু করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে বাংলা তথা সমগ্র বিশ্ব। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ, আন্দোলন। সাধারণ মানুষ থেকে শুরু করে , চিকিৎসক সকলেই বিক্ষোভ দেখাচ্ছেন। তবে এবার নির্যাতিতার ন্যায়বিচার ও অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করলেন পূর্ব মেদিনীপুর জেলা আইনজীবীরা। এদিন আইনজীদের পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা আদালতের ল-ক্লার্করা। গত ৯ আগস্ট মহিলা চিকিৎসা খুনের ঘটনায় তদন্তের দাবি এখন সিবিআই এর হাতে থাকলেও তা অনেকটাই ধীরগতি তাই যাতে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হয় সেই দাবিতেই মূলত পথে নেমেছেন পূর্ব মেদিনীপুর জেলা আদালতের আইনজীবীরা। এমনটাই জানান পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি শংকর কারক। এদিন করছে তোর থেকে মিছিল শুরু হয়, জেলখানা মোড় হয়ে ফের মিছিল শেষ হয় কোটের মধ্যেই।
No comments