Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আবারও রেল দুর্ঘটনা?এবার দুর্ঘটনার কবলে মালগাড়ী

আবারও রেল দুর্ঘটনা?এবার দুর্ঘটনার কবলে মালগাড়ীলাগাতার রেল দুর্ঘটনা ঘটে চলেছে দেশে।কখনো যাত্রীবাহী ট্রেন কখনো মালগাড়ি।কিছুদিন আগেই শিলিগুড়ির কাছে রাঙ্গাপানিতে মাল গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মাস খানেক আগেই রাঙ্গাপানির কাছে ঘটে …

 




আবারও রেল দুর্ঘটনা?এবার দুর্ঘটনার কবলে মালগাড়ী

লাগাতার রেল দুর্ঘটনা ঘটে চলেছে দেশে।

কখনো যাত্রীবাহী ট্রেন কখনো মালগাড়ি।কিছুদিন আগেই শিলিগুড়ির কাছে রাঙ্গাপানিতে মাল গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মাস খানেক আগেই রাঙ্গাপানির কাছে ঘটে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা।এছাড়াও সম্প্রতি ৩৬গড়ে, উড়িষ্যায় এবং বিভিন্ন রাজ্যে মাঝে মাঝে ঘটেছে রেল দুর্ঘটনা। রেলে চড়াটাই এখন আতঙ্কের হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। নিত্যদিনের এই রেল দুর্ঘটনা নিয়ে চিন্তায় ভারতীয় রেলও। রেলের সেফটি এবং সিকিউরিটি নিয়ে উঠছে প্রশ্ন। রেল কর্মীদের গাফিলতি নাকি সিস্টেমে গড়বড় তা বুঝে ওঠা সম্ভব হচ্ছে না তদন্তেও। প্রতিটি রেল দুর্ঘটনার পর রেলের সেফটি এবং সিকিউরিটি নিয়ে উঠছে প্রশ্ন। শুক্রবার সকালে রেল দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গে। একটি তেল বোঝাই মালগাড়ি লাইনচ্যুত হয় মালদা জেলায় কুমেদপুরের কাছে। এই ঘটনায় রেল চলাচল ব্যাহত হয় ওই রূটে। রেল লাইনচ্যুত হবার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। সামসি মালদার কুমেদপুরের কাছে এই দুর্ঘটনায় ওই রুটের বেশ কিছু রেল চলাচল বিঘ্নিত হয়। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে রেল। 

No comments