মেয়েরা রাত দখল করো, মেয়েরা রাস্তা দখল করো, কর্মসূচিতে হলদিয়া শিল্প শহরে তিলোত্তমার রাখি বন্ধন উৎসবআর জি কর ঘটনা কেন্দ্র করে শিল্প শহর হলদিয়া উত্তাল। গত কয়েকদিন আগে মেয়েরা রাত দখল করো কর্মসূচি পালিত হয়েছিল আজ সৌভ্রাতৃত্বের …
মেয়েরা রাত দখল করো, মেয়েরা রাস্তা দখল করো, কর্মসূচিতে হলদিয়া শিল্প শহরে তিলোত্তমার রাখি বন্ধন উৎসব
আর জি কর ঘটনা কেন্দ্র করে শিল্প শহর হলদিয়া উত্তাল। গত কয়েকদিন আগে মেয়েরা রাত দখল করো কর্মসূচি পালিত হয়েছিল আজ সৌভ্রাতৃত্বের মিলন উৎসব রাখিবন্ধন। সেই রাখি বন্ধন উৎসবে মেয়েরা রাস্তা দখল করো এই কর্মসূচিতে হলদিয়া সিটি সেন্টার অম্বুজা মলের সামনে আর জি কর ঘটনায় যুক্ত দোর্শীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন হয় অম্বুজা সিটি সেন্টার মল থেকে মোমবাতি, প্লাগার্ড নিয়ে সিটি সেন্টার পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করেন শিল্প শহরের বিভিন্ন স্তরের নাগরিক বৃন্দ।
No comments