হলদিয়ায় দুর্গাচকে মন্দির চুরিহলদিয়ায় দুর্গাচকে মন্দির চুরি ।গতকাল গভীর রাতে কুমারচক এলাকায় নীলকন্ঠ ও রাধা কৃষ্ণ মন্দির চুরি হয়ে যায় । মন্দিরের একদিকে ঢিল ছড়া দূরত্বের হলদিয়ার বিধায়িকার বাড়ি এবং অপরদিকে ঢিল ছড়া দূরত…
হলদিয়ায় দুর্গাচকে মন্দির চুরি
হলদিয়ায় দুর্গাচকে মন্দির চুরি ।গতকাল গভীর রাতে কুমারচক এলাকায় নীলকন্ঠ ও রাধা কৃষ্ণ মন্দির চুরি হয়ে যায় । মন্দিরের একদিকে ঢিল ছড়া দূরত্বের হলদিয়ার বিধায়িকার বাড়ি এবং অপরদিকে ঢিল ছড়া দূরত্বে অ্যাডিশনাল পুলিশ সুপারের অফিস । তার মধ্যেও মন্দির চুরি ।মন্দিরের রেলিং বেয়ে উঠে তালা ভেঙে মন্দিরের প্রণামি বাক্সের লক্ষাধিক টাকা ও কাঁসা পিতলের মন্দির সামগ্রী চুরি করে নিয়ে যায় । সকালে মন্দির পরিষ্কার করতে আসা দাসী ,প্রথমে লক্ষ্য করে ,মন্দিরের তারা ভাঙ্গা ।এরপর মন্দির কমিটির সদস্যদের জানায় ।তারা ঘটনাস্থলে ছুটে এসে দেখে ,মন্দিরের ভিতরে থাকা সর্বস্ব লুট করে নিয়ে পালায় চোর । স্থানীয় দুর্গাচক থানায় খবর দেওয়া হয় ।ঘটনাস্থলে দুর্গাচক থানার পুলিশ এসে মন্দিরের ভিতরে তদন্ত করে দেখে ।মন্দির কমিটির অনুমান , স্থানীয় কোন চোর এই কাজ করেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । মন্দির চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ।স্থানীয় মানুষজন নিরাপত্তার অভাব বোধ করছেন ।
তদন্তে নেমেছিলেন দুর্গাচক থানার পুলিশ। ঘটনায় ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্গাচক এলাকার কুমারচক থেকে আটক করেছে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সূত্রে জানা যায় চুরি হয়ে যাওয়া মন্দিরের বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে তবে তদন্তে নেমেছেন দুর্গাচক থানার পুলিশ।
No comments