বনধে হাওড়া এলাকা ছিল স্বাভাবিক
চামেলী ভট্টাচার্য -হাওড়া :২৭ শে আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দেয়। প্রশাসন এই নবান্ন অভিযানের ডাক কে খুব ই গুরুত্ব সহকারে দেখেছেন এবং এই প্রতিবাদ কে প্রতিরোধ করতে প্রশাসন সর্বদিক থেকে চুড়ান্…
বনধে হাওড়া এলাকা ছিল স্বাভাবিক
চামেলী ভট্টাচার্য -হাওড়া :২৭ শে আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দেয়। প্রশাসন এই নবান্ন অভিযানের ডাক কে খুব ই গুরুত্ব সহকারে দেখেছেন এবং এই প্রতিবাদ কে প্রতিরোধ করতে প্রশাসন সর্বদিক থেকে চুড়ান্ত ব্যবস্থা নিয়ে ছিলেন । হাওড়া সাঁতরাগাছি কোনা এক্সপ্রেস ওয়ে তে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল ।
কাঁদানেগ্যাস, জল কামান সব কিছু ব্যবস্থা করে ও প্রতিবাদ বন্ধ হয়নি। আজ ২৮ শে আগষ্ট বিজেপির ডাকা বারো ঘন্টা সর্বনাশা বনধকে উপেক্ষা করে মানুষ তার নিজ নিজ কর্মে বেরিয়ে পড়েছে ।
হাওড়া থেকে চলছে বাস, লোকাল ট্রেন ও লঞ্চ সার্ভিস । লঞ্চ সার্ভিস নিত্য দিনের মতো ।বাস সার্ভিসের প্রচুর মানুষ নিত্য দিনের মতো নিজের কর্মস্থলের দিকে সেটাই ধরা পড়লো চলাচল দেখে ।নিত্য দিনের মতো দোকান পাট খোলা ।ট্রেনের টিকেট কাউন্টারে প্রচুর মানুষের লাইন দেখা গেল । সারা রাজ্যজুড়ে বন্ধে মিশ্র সারা পড়েছে।
No comments