Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক কো-অপারেটিভের নির্বাচনে কঠোর নিরাপত্তায় মনোনয়ন জমা তৃণমূল, বিজেপির

দেশবিদেশউত্তরবঙ্গদক্ষিণবঙ্গখেলাবিনোদনশরীর ও স্বাস্থ্যসিনেমাচারুপমারাশিফলব্ল্যাকবোর্ড
দক্ষিণবঙ্গ
তমলুক কো-অপারেটিভের নির্বাচনে কঠোর নিরাপত্তায় মনোনয়ন জমা তৃণমূল, বিজেপিরশুক্রবার তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন…

 



দেশবিদেশউত্তরবঙ্গদক্ষিণবঙ্গখেলাবিনোদনশরীর ও স্বাস্থ্যসিনেমাচারুপমারাশিফলব্ল্যাকবোর্ড


দক্ষিণবঙ্গ


তমলুক কো-অপারেটিভের নির্বাচনে কঠোর নিরাপত্তায় মনোনয়ন জমা তৃণমূল, বিজেপির

শুক্রবার তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পরিচালন কমিটির ভোটে মনোনয়ন জমা দিল তৃণমূল ও বিজেপি। দু’পক্ষ প্রায় একই সময়ে মনোনয়নে তোলা ও জমা করতে হাজির হয়। মনোনয়ন ঘিরে গণ্ডগোল এড়াতে তৎপর ছিল পুলিস। অতিরিক্ত পুলিস সুপার(হেডকোয়ার্টার) ও অতিরিক্ত পুলিস সুপার(ট্রাফিক)-এর নেতৃত্বে বিশাল বাহিনী মোতায়েন ছিল। এছাড়াও তমলুকের এসডিপিও, থানার আইসি ছিলেন। নন্দীগ্রাম, ময়না, তমলুক ও শহিদ মাতঙ্গিনী এলাকা থেকে বিজেপি প্রচুর জমায়েত করেছিল। মনোনয়ন উপলক্ষ্যে সাধারণ কর্মী-সমর্থকদের জন্য মাংস ভাতের ব্যবস্থা রেখেছিল বিজেপি। খাবার প্যাকেট সংগ্রহ করার জন্য কোর্ট চত্বরে বিজেপি কর্মীদের লম্বা লাইন পড়ে যায়। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, শহর সভাপতি চঞ্চল খাঁড়া সহ অন্যান্য নেতৃত্ব মনোনয়ন উপলক্ষ্যে হাজির ছিলেন।

২০২৩ সালে ৮ জুন তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর দু’দফায় সমবায় দপ্তর মনোনীত বোর্ড চলছে। গত ২ আগস্ট ওই সমবায় ব্যাঙ্কের প্রতিনিধি(ডেলিগেট) নির্বাচন নিয়ে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়। মোট ৬৯টি আসন। মোট ভোটার সংখ্যা ৫৫ হাজার ৪৭১। ১৮আগস্ট পর্যন্ত ব্যাঙ্কের মুখ্য কার্যালয়ে মনোনয়ন তোলা ও জমা হবে। যদিও শুক্রবার প্রথম দিনই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ১৯তারিখ স্ক্রুটিনি হবে। ২০তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে।

আগামী ১৫ ও ২২সেপ্টেম্বর মোট ১২টি জায়গায় ওই সমবায় সমিতির নির্বাচন হবে। ১৫ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুল, চংশ্বরপুর হাইস্কুল, পূর্ণানন্দ বিদ্যাপীঠ, মল্লিকচক অমরস্মৃতি বিদ্যাপীঠ, ব্রজলালচক পূর্বপল্লি প্রাইমারি স্কুল এবং ডোরো কৃষ্ণনগর হাইস্কুলে ভোট হবে। ২২ তারিখ দেউলিয়া হীরারামপুর হাইস্কুল, আটকিনা হাইমাদ্রাসা, কাঞ্চননগর দিয়ারুদ্দিন বিদ্যাভবন, খোদামবাড়ি হাইস্কুল, চৌখালি গঙ্গা পদ্মা মিলন কন্যা বিদ্যাপীঠ এবং মথুরী কল্যানিকা বিদ্যাভবনে ভোট হবে। আগামী ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসনিক ভবনে ভোট গণনা হবে।

বিজেপির জেলা সাধারণ সম্পাদক বামদেব গুছাইত বলেন, তমলুক কার্ড ব্যাঙ্কের বোর্ড জয় নিয়ে আমরা আশাবাদী। মনোনয়ন জমার দিনেই শাসক দলকে আমরা টেক্কা দিয়েছি। ভোটেও ওদের হার নিশ্চিত।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বোর্ড দখলের দিবাস্বপ্ন দেখছে। আমাদের প্রার্থীরা বিপুল মার্জিনে জয়ী হবেন।

No comments