অশান্তির পিছনে বিদেশি শক্তির হাত: প্রাক্তন রাষ্ট্রদূত
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পিছনে বিদেশি শক্তির হাত রয়েছে। এমনটাই মনে করেন বাংলাদেশে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশকে অশান্ত করার পিছন…
অশান্তির পিছনে বিদেশি শক্তির হাত: প্রাক্তন রাষ্ট্রদূত
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পিছনে বিদেশি শক্তির হাত রয়েছে। এমনটাই মনে করেন বাংলাদেশে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশকে অশান্ত করার পিছনে বিদেশি শক্তির ছায়া উড়িয়ে দেওয়া যায় না। পরিস্থিতির সুযোগ নিয়ে সেসব শক্তি আজ ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তবে সেদেশে গণবিক্ষোভের পিছনে কিছু অভ্যন্তরীণ কারণও রয়েছে।’ কোটা আন্দোলন নিয়ে সরকার ও ছাত্রদের রক্তক্ষয়ী বিক্ষোভ ঘিরে কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। বোন শেখ রেহানাকে নিয়ে দেশে ছেড়েছেন তিনি। প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারতও। প্রাক্তন কূটনীতিকের কথায়, বাংলাদেশের পরিস্থিতির প্রভাব আমাদের দেশের কিছু অংশেও পড়তে পারে। ভারতের নিরাপত্তার স্বার্থে স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের কাম্য। উল্লেখ্য, ২০১৬-’১৯ পর্যন্ত ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন হর্ষবর্ধন।
No comments