Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া মহকুমার হাসপাতাল সুপারের ক্ষমতা খর্ব করল জেলা শাসক

হলদিয়া মহকুমার হাসপাতাল সুপারের ক্ষমতা খর্ব করল জেলা শাসকপূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত শিল্প তালুক হলদিয়া দুর্গাচক অবস্থিত হলদিয়া মহকুমার হাসপাতাল। সেই হাসপাতালে পুরাতন বিল্ডিং থেকে নতুন বিল্ডিং এ স্থানান্তরিত করা হয়েছে রোগী…

 



হলদিয়া মহকুমার হাসপাতাল সুপারের ক্ষমতা খর্ব করল জেলা শাসক

পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত শিল্প তালুক হলদিয়া দুর্গাচক অবস্থিত হলদিয়া মহকুমার হাসপাতাল। সেই হাসপাতালে পুরাতন বিল্ডিং থেকে নতুন বিল্ডিং এ স্থানান্তরিত করা হয়েছে রোগীদের। হাসপাতালে রোগীদের ঠিকমত দেখা হয় না ডাক্তার থাকে না হাসপাতালে সুপার নার্সদের সঙ্গে খারাপ ব্যবহার করে এই সকল অভিযোগ বারে বারে শোনা যেত। আজ সকালে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে আসেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাজী সঙ্গে ছিলেন হলদিয়ার এসডিও তথা হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জি এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আধিকারিক বৃন্দ। হলদিয়া মহকুমার হাসপাতাল পরিদর্শনে এসে হাসপাতালের সুপার তার ক্ষমতা খর্ব করলো জেলা শাসক। হলদিয়া মহকুমা হাসপাতালে সব রকমের দায়িত্ব দিয়ে গেলেন হলদিয়া মহকুমা হাসপাতালে তদারকি কমিটির কনভেনর ডঃ নীলাঞ্জন চক্রবর্তীর হাতে। 

কেনই বা হঠাৎ হাসপাতালে সুপারের ক্ষমতা খর্ব করা হলো সে নিয়েও অনেক জল্পনা রয়েছে গত কয়েকদিন আগে এক নাবালিকাকে হাসপাতালে নিয়ে এসছিল তার পরিবার। কিন্তু হাসপাতালে কোন ডাক্তার নেই বলেই তাকে তৎক্ষণাৎ পাঠিয়ে দিয়েছিলেন তমলুক মেডিকেল কলেজে সে নিয়েও মেয়েটি নাবালিকা এবং তার পরিবারের কাছ থেকে অভিযোগ উঠেছিল। তাহলে কি সেই কারণেই হাসপাতাল সুপারের ক্ষমতা খর্ব করা হলো তার কাছ থেকে দায়িত্ব নিয়ে দেওয়া হল ডাক্তার নীলঞ্জন চক্রবর্তীর কাছে। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি বললেন হাসপাতালের পরিবেশ ঠিক নেই তাই জন্য তদারকি করে গেলেন । কি করতে হবে তিনি পরামর্শ দিয়ে গেলেন তবে প্রতি সাত দিন অন্তর এর রিপোর্ট নেবেন বলেও জানালেন।

No comments