১৪ সেপ্টেম্বরএই রাজ্যে জাতীয় লোক আদালত বসছে জাতীয় লোক আদালতের অঙ্গ হিসেবে এ রাজ্যেও আগামী ১৪ সেপ্টেম্বর বসছে বিশেষ লোক আদালত। স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে এ রাজ্যে বিভিন্ন জেলা ও মহকুমা আদালত মিলিয়ে থাকছে সাড়ে চারশ…
১৪ সেপ্টেম্বরএই রাজ্যে জাতীয় লোক আদালত বসছে
জাতীয় লোক আদালতের অঙ্গ হিসেবে এ রাজ্যেও আগামী ১৪ সেপ্টেম্বর বসছে বিশেষ লোক আদালত। স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে এ রাজ্যে বিভিন্ন জেলা ও মহকুমা আদালত মিলিয়ে থাকছে সাড়ে চারশোর উপর বেঞ্চ। সেখানে দ্রুত নিষ্পত্তির জন্য উঠবে চেক বাউন্স, মোটর দুর্ঘটনা, ট্রাফিক, বিদ্যুৎ বিল, টেলিফোন, ব্যাঙ্ক লোন নিয়ে প্রতারণা ছাড়াও বিভিন্ন ছোটখাট ফৌজদারি মামলা। শুক্রবার রাজ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটি সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ লোক আদালতের ফলে বিভিন্ন কোর্টে জমে থাকা কয়েক লক্ষ মামলার নিষ্পত্তি হবে। উপকৃত হবেন বহু বিচারপ্রার্থী।
No comments