১৫৮টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
বিশ্ব আদিবাসী দিবস ৯ আগস্ট। সেই অনুষ্ঠানে যোগ দিতে দু’দিনের সফরে ঝাড়গ্ৰামে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অনুষ্ঠান মঞ্চ থেকে ১৫৮টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বৃহস্পত…
১৫৮টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
বিশ্ব আদিবাসী দিবস ৯ আগস্ট। সেই অনুষ্ঠানে যোগ দিতে দু’দিনের সফরে ঝাড়গ্ৰামে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অনুষ্ঠান মঞ্চ থেকে ১৫৮টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টের সময় মুখ্যমন্ত্রী সড়কপথে জেলা শহরে আসেন। তৃণমূলের জেলা নেতৃত্ব ঝাড়গ্ৰাম রিসর্ট কমপ্লেক্সের সামনে দলনেত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিল। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সকল স্তরে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। ঝাড়গ্ৰাম জেলার উন্নয়নে নানবিধ কর্মযজ্ঞ শুরু হয়েছে। জেলা ঘোষণার প্রথমদিনই ২০০ কোটি টাকা উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা হয়েছিল। পরিকাঠামো উন্নয়নে এরপরেই ধাপে ধাপে জোর দেওয়া হয়। আদিবাসী দিবসে মুখ্যমন্ত্রীর দু’দিনের সফর ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। ঝাড়গ্ৰাম স্টেডিয়ামকে সাজিয়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চ থেকে ১৫৮টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ঝাড়গ্ৰাম রাজবাড়ির রিসর্ট কমপ্লেক্সে রাত কাটিয়ে শুক্রবার ঝাড়গ্ৰাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রকল্পগুলোর জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঝাড়গ্ৰাম ব্লকের চিচুরগেড়িয়া মৌজার অন্তর্গত জঙ্গলখাস, বড়শোল সহ পার্শ্ববর্তী আর ছ’টি গ্ৰামে সেচের উন্নয়নে তারফেনি দক্ষিণের মুখ্য ও শাখা খালের সংস্কার করা হবে। এলাকার ১০ হাজার মানুষ প্রকল্পের দ্বারা উপকৃত হবেন। সাঁকরাইল ব্লকের অন্তর্গত রোহিনীতে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নির্মাণ করা হবে। পূর্তদপ্তর প্রকল্পটির রূপায়ণ করবে। গোপীবল্লভপুর-১ ব্লকে বংশীধরপুরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়া হবে। গোপীবল্লভপুর-২ ব্লকে একাধিক প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ, সায়েন্স ল্যাব, ডাইনিং হল, ছেলে ও মেয়েদের শৌচালয় গড়া হবে। প্রকল্পের জন্য ৭০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
No comments