কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে রূপনারায়ণ নদীর তীরে বন মহোৎসব পালন
তমলুকের ঐতিহ্যবাহী ম্যানেজমেন্ট কলেজ তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি এবং এনএইচকে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ,পূর্ব মেদিনীপুর বনদপ্তর…
কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে রূপনারায়ণ নদীর তীরে বন মহোৎসব পালন
তমলুকের ঐতিহ্যবাহী ম্যানেজমেন্ট কলেজ তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি এবং এনএইচকে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ,পূর্ব মেদিনীপুর বনদপ্তর ,তাম্রলিপ্ত পৌরসভা সহায়তায় ২৪ আগস্ট শনিবার মহাসাড়ম্বরে তমলুকে রূপনারায়ণ নদীর তীরে পালিত হলো বনমোৎসব (O2 Drive 2024)
এদিন কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক ও শিক্ষা কর্মীগণ সবাই মিলে তমলুকে রুপনারায়ণ নদীর তীরে প্রায় শতাধিক গাছ লাগিয়ে বনমহোৎসব পালন করলেন। উক্ত উৎসবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর এগরা বনবিভাগের সামাজিক বনাঞ্চলের আঞ্চলিক অধিকর্তা সেই অঙ্কন কুমার পন্ডা, তাম্রলিপ্ত পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈদ্যনাথ সিনহা ও কলেজের সম্পাদক শেখ খাইরুল ইসলাম ও কলেজের অধ্যক্ষাগণ। গাছগুলিকে সুরক্ষার জন্য তারে জাল ও বাঁশের খুঁটি দিয়ে ঘিরে দেওয়া হয়। এইসব চারা গাছ সারাবছর রক্ষণাবেক্ষণের জন্য ছাত্র-ছাত্রীরা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিলেন। উপস্থিত সকলেই কলেজের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ছাত্র-ছাত্রীদের সমাজসেবা নিযুক্ত থাকার উপদেশ প্রদান করলেন।
No comments