ও মেয়ে -
দিলীপ কুমার পাত্র ও মেয়ে তুই উঠবি না ? অফিস আজ যাবি না? বাকরূদ্ধ হয়ে রইলি কেন?কি হয়েছে তোর? ভাইয়ের কপালে ফোঁটা দিবি না? রাখী আজ পরাবি না? জানি তুই বধির হয়ে গেছিস , পাষাণ হয়ে গেছিস, নিঠুর হয়…
ও মেয়ে -
দিলীপ কুমার পাত্র
ও মেয়ে তুই উঠবি না ? অফিস আজ যাবি না? বাকরূদ্ধ হয়ে রইলি কেন?কি হয়েছে তোর? ভাইয়ের কপালে ফোঁটা দিবি না? রাখী আজ পরাবি না?
জানি তুই বধির হয়ে গেছিস , পাষাণ হয়ে গেছিস, নিঠুর হয়ে গেছিস!
নরখাদকের দল তোকে খুবলে খুবলে খেয়েছে। বনের মানুষ খেকো পশুরাজও এভাবে কাউকে কোনদিন খায়নি !
তুই ওপর থেকে দেখ, তোকে নিয়েই লক্ষ লক্ষ মানুষ আজ পথে নেমেছে মিছিল করছে মোমবাতি জ্বালচ্ছে প্রতিবাদের তুফান তুলছে, বিশ্ব জুড়ে নিন্দার উদগীরণ হচ্ছে , কত আইন তৈরি হচ্ছে ।
তবে তুই ওদের ক্ষমা করিস্ না কক্ষনো না কোনদিনও না।
তোর চিতার অনলে ওদের শান্তির শিখর ঝলসে যাবে, সারাটা জীবন যেন কোলো ধোঁয়ায় ভরে যায়। ওরা শুধু বেঁচে আছে, ওদের সুখের মিনারে শুধুই ধ্বংসের ছাই উড়ছে!
দেখ মা, একটিবার চেয়ে দেখ,দেখ দেখ তোর নামে আজ রাস্তা হচ্ছে, অডিটোরিয়াম হচ্ছে কত কিছু হচ্ছে !
শুধু তুই নেই !শুধু তুই নেই!
হৃদয়ের মধ্য গগনে শুধুই নয়নের বারি আর শূন্যতা একরাশ শূন্যতা!
শুধু তুই নেই! শুধু তুই নেই! শুধু তুই নেই!
----------------
No comments