৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো হলদিয়া লালবাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেডে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে ৭৮তম স্বাধীনতা দিবস প্রাক্কালে সকালে লালবাবা সিমলেস কারখানার শ্রমিকদের নিয়ে বাইক র্যালি সংঘটিত হয়। জাতীয় পতাক…
৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো হলদিয়া লালবাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেডে
স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে ৭৮তম স্বাধীনতা দিবস প্রাক্কালে সকালে লালবাবা সিমলেস কারখানার শ্রমিকদের নিয়ে বাইক র্যালি সংঘটিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের দিনের তাৎপর্য শ্রমিকদের সামনে তুলে ধরলেন কোম্পানির বিভিন্ন আধিকারিক বৃন্দ। একটা দেশ গৌরব হতে পারে দেশের নাগরিক যদি সুখ-শান্তিতে বসবাস করতে পারে। আর সুখ স্বাচ্ছন্দে থাকতে গেলে তাদের রুটি রোজকারের জন্য ব্যবসা-বাণিজ্যের প্রয়োজন রয়েছে, তাই প্রত্যেকের সঙ্গে যোগ রয়েছে। একটা একটা ফুল সুতোতে গেঁথে মালা তৈরি হয়, ঠিক তেমনি ভাবে মনুষ্য জাতি কম্পানি এবং দেশ একত্রিত প্রয়াসে একটি ভালো সুন্দর সমাজ দেশ গঠন হতে পারে। আজকের স্বাধীনতা দিবস প্রাক্কালে কারখানার সমস্ত শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মিঃ অরুন সিং ( লালবাবা সিমলেস প্রাইভেট লিমিটেড ইঞ্জিনিয়ারিং গ্রুপ ভাইস প্রেসিডেন্ট এইচআর) তারাও উপস্থিত ছিলেন আর কে মিশ্র ছিলেন ম্যানেজার নীলাদ্রি ভট্টাচার্য, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। কুচকাওয়াজ অংশগ্রহণ করলেন লালবাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেড সিকিউরিটি বৃন্দ।
No comments