Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া রিফাইনারি উদ্যোগে ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন

হলদিয়া রিফাইনারি উদ্যোগে ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন

হলদিয়া রিফাইনারি টাউনশিপে স্টেডিয়াম নেতাজি সুভাষচন্দ্র বোস সেক্টর ১১ই উৎসাহিত উদ্দীপনা ও দেশ ও ভক্তির সাথে স্বাধীনতা দিবস উদযাপন করলো আইওসি।ত্রিবর্ণরঞ্জিত  জাতীয় পতাকা উত্তো…

 



হলদিয়া রিফাইনারি উদ্যোগে ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন



হলদিয়া রিফাইনারি টাউনশিপে স্টেডিয়াম নেতাজি সুভাষচন্দ্র বোস সেক্টর ১১ই উৎসাহিত উদ্দীপনা ও দেশ ও ভক্তির সাথে স্বাধীনতা দিবস উদযাপন করলো আইওসি।

ত্রিবর্ণরঞ্জিত  জাতীয় পতাকা উত্তোলন করেন রিফাইনারি হেড অতনু সান্যাল। জাতীয় সংগীত পরিবেশন করেন রিফাইনারি কর্মচারীদের একটি কোরাস দল। সিআইএস এফ , ডিজিআর সিকিউরিটি পার্সোনাল এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে  প্লাতুন পরিদর্শন করেন প্রধান অতিথি। হলদিয়া রিফাইনারি পরিবার বর্গ এবং স্টেক হোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি।মার্চ পাস্ট ও স্যালুটের মাধ্যমে প্লাতুন গুলি জাতীয় পতাকাকে অভিবাদন জানায়। তেরঙ্গা বেলুন এবং পায়রা উড়ান অতিথিরা।

৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন কালে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের দেশাত্মবোধক সংস্কৃত অনুষ্ঠান পরিবেশন এর মাধ্যমে এবং ইন্ডিয়ান অয়েলে পরিবারদের বিশেষভাবে সম্মানিত করেন হলদিয়া রিফাইনারি হেড মিস্টার অতনু সান্যাল।

No comments