বামফ্রন্টের উদ্যোগে ধিক্কার মিছিলআর জি কর হাসপাতালের সামনে ডাক্তারবাবু সহ মহিলাদের রাত জাগা কর্মসূচি চলার সময়ে দুষ্কৃতিদের ঘৃন্য বেনজির তাণ্ডব হাসপাতালে চলতে থাকে । উক্ত ঘটনার প্রতিবাদে হলদিয়া বামফ্রন্টের উদ্যোগে ব্রজলালচক …
বামফ্রন্টের উদ্যোগে ধিক্কার মিছিল
আর জি কর হাসপাতালের সামনে ডাক্তারবাবু সহ মহিলাদের রাত জাগা কর্মসূচি চলার সময়ে দুষ্কৃতিদের ঘৃন্য বেনজির তাণ্ডব হাসপাতালে চলতে থাকে । উক্ত ঘটনার প্রতিবাদে হলদিয়া বামফ্রন্টের উদ্যোগে ব্রজলালচক মোড়ে ধিক্কার মিছিল হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের নেতা অচিন্ত্য শাসমল ,পরিতোষ পট্টনায়ক , মন্দিরা পান্ডা , রিনা পাহাড়ি , অমিতাভ পাল সহ প্রমূখ নেতৃত্বগন।
No comments