Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি তমালিকা পণ্ডাশেঠ ৬৮ তম জন্মদিনে নক্ষত্রের সমাবেশ

কবি তমালিকা পণ্ডাশেঠ ৬৮ তম জন্মদিনে নক্ষত্রের সমাবেশ
ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/O428-Wl1oSI
প্রাক্তন বিধায়ক তথা সাহিত্যিক প্রয়াত তমলিকা পন্ডা শেঠে জন্মবার্ষিকী  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্য…

 




কবি তমালিকা পণ্ডাশেঠ ৬৮ তম জন্মদিনে নক্ষত্রের সমাবেশ


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/O428-Wl1oSI


প্রাক্তন বিধায়ক তথা সাহিত্যিক প্রয়াত তমলিকা পন্ডা শেঠে জন্মবার্ষিকী  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর, প্রাক্তন সাংসদ বিধায়ক লক্ষ্মণ চন্দ্র শেঠ, বুলা চৌধুরী,সাহিত্যিক শ্যামল কান্তি দাস  সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হলদিয়ায় এক অনুষ্ঠানের উপস্থিত হয়ে কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়  জানান, এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক এই কামনা করছি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিত স্বাভাবিক হয়ে উঠুক। অশান্তির ফলে দুই দেশের  সংস্কৃতি নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। অবিলম্বে শান্তি ফিরে আসুক।

উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সাঁতারু  বুলা চৌধুরী তিনি বলেন পাশের দেশ বাংলাদেশের অস্থিরতা সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং তিনি কামনা করলেন যাতে এই ধরনের অস্থিরতা না রেখে স্বাভাবিক ছন্দে বাংলাদেশ  ফিরে আসে। আজকের জন্মদিনের বার্তা দিলেন তমালিকা পণ্ডাশেঠের কনিষ্ঠা বৌমা স্পর্শিতা পন্ডা শেঠ তিনি বললেন মা ভালো কাজ করে গিয়েছিলেন বলেই আজকে এত মানুষ উপস্থিত হয়েছেন তাই প্রত্যেকের এই জীবিত অবস্থায় ভালো কাজ করে যাওয়া।

No comments