হলদিয়া জনশিক্ষণের উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস পালন
বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পালিত হয়? ১৫ জুলাই পালিত হয়, বিশ্ব যুব দক্ষতা দিবসটি ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত হয়েছিল যা তরুণদের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ …
হলদিয়া জনশিক্ষণের উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস পালন
বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পালিত হয়? ১৫ জুলাই পালিত হয়, বিশ্ব যুব দক্ষতা দিবসটি ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত হয়েছিল যা তরুণদের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে।
বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৪-এর থিম হল " শান্তি ও উন্নয়নের জন্য যুব দক্ষতা ," শান্তি বিনির্মাণ এবং সংঘাত সমাধানে যুবদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেওয়া।
প্রতি বছরের ন্যায় এ বছর ও জনশিক্ষণ সংস্থান হলদিয়ার উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়, এবছরের মুল Theme " youth skills for peace and development. এইদিন কে সামনে রেখে Asst. Dress maker COURSE-এর ছাত্রীদের মধ্যে নাইটি তৈরীর দক্ষতা বিষয়ক প্রতিযোগিতা হয়। এবং Beauty Care Assistant Course-এর ছাত্রীদের মধ্যে কনে সাজানোর প্রতিযোগিতা হয়। দিবসটির তাৎপর্য বিশদভাবে ব্যাখ্যা করেন মাননীয় অধিকর্তা সুকান্ত বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দুর্গাপদ মিশ্র, সংস্থার PO- শুকদেব চট্টোপাধ্যায় কোর্স পরিচালক অমিতাভ বাগ এবং শান্তনু রায়। সহযোগিতা করেন নুর ইসলাম ও ভাগীরথী মণ্ডল, শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগীতা ভৌমিক, লামা, কাকলি হালদার প্রমুখ। অনুষ্ঠানে pmkvy -এর ছাত্রীরা তাদের সাফল্যের কথা ভুলে ধরেন। সংস্থানের পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেট ও টুল, কিট তুলে দিলেন অধিকর্তাসহ উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ, নাইটি তৈরীর কাজে বিশেষভাবে প্রিয়াজাল ভূঁঞা, দ্বিতীয় হামিদা খাতুন তৃতীয় হয়েছেন গঁঙ্গা পট্টনায়ক, কনে সাজানোর দক্ষতার প্রথম স্থান অধিকার করেছেন সুজাতা বারুই দ্বিতীয় স্থাল অধিকার করেছেন জয়শ্রীদাস ও তৃতীয় স্থাল অধিকার করেছেন পুতুল গিরি দাস।সমগ্র অনুষ্ঠানটিল দক্ষাতার সঙ্গে সমাপ্ত হয়, সমগ্র অনুষ্ঠাটি পরিচালন করেন শ্রী শান্তনু রায়।
No comments