সরকারি জলপ্রকল্প দখল করে জল বিক্রি করছেন বলে অভিযোগহলদিয়ার প্রয়াত তৃণমূল নেতা স্বপন নস্করের পরিবারের লোকজন একটি সরকারি জলপ্রকল্প দখল করে জল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। হলদিয়া শহরে দুর্গাচক মঞ্জুশ্রী মোড়ের অদূরে বাসুদেবপুর মৌজা…
সরকারি জলপ্রকল্প দখল করে জল বিক্রি করছেন বলে অভিযোগ
হলদিয়ার প্রয়াত তৃণমূল নেতা স্বপন নস্করের পরিবারের লোকজন একটি সরকারি জলপ্রকল্প দখল করে জল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। হলদিয়া শহরে দুর্গাচক মঞ্জুশ্রী মোড়ের অদূরে বাসুদেবপুর মৌজায় ওই জলপ্রকল্প রয়েছে। স্থানীয় দোকানদার, ব্যবসায়ী ও বাসিন্দারা এনিয়ে জেলাশাসকের কাছে অভিযোগ করেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ক্ষুদিরাম জন্মোৎসব ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় পরিশুদ্ধ পানীয় জলের ওই প্রকল্প গড়ে উঠেছিল কয়েক বছর আগে। ওই ট্রাস্টের প্রাণপুরুষ ছিলেন তৃণমূল নেতা ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল স্বপন নস্কর। গতবছর ১৩ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। ওই ট্রাস্ট শহিদ ক্ষুদিরামের স্মৃতিতে গত ৩০ বছর ধরে মেলা করছে। ট্রাস্ট ও মেলা কমিটি জনসাধারণের জন্য সাবমার্সিবল পাম্প এবং জল পরিশুদ্ধ করার মেশিন বসায়। স্থানীয়দের দাবি, ট্রাস্টের পক্ষ থেকে জনসাধারণকে জলদান করে সেবামূলক কাজ করা হতো। কিন্তু স্বপন নস্করের মৃত্যুর পর তাঁর পরিবার ওই প্রকল্প দখল করে কাউন্টার খুলে জল বিক্রি করছে। স্বপনবাবুর স্ত্রী মায়ারানি নস্কর জানান, ওই জলের পাম্প তাঁর স্বামী বসিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর এখন তাঁরা দায়িত্ব নিয়েছেন।
No comments