হলদিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তনীর আফ্রিকা জয়
হলদিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তনীর আফ্রিকা জয়। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারোর শিখরে পৌঁছে তেরঙ্গা ওঠালেন …
হলদিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তনীর আফ্রিকা জয়
হলদিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তনীর আফ্রিকা জয়। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারোর শিখরে পৌঁছে তেরঙ্গা ওঠালেন পূর্ব মেদিনীপুরের বছর চল্লিশের তরুণী অর্পিতা পাত্র। হলদিয়া এইচআইটির ছাত্রী অর্পিতা কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীও। তিনি ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্সের অধ্যাপিকা। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে একটি লাজুক মেয়ে মনের জোরে এখন শুধু ভারতের একটি নামী শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স ও অটোমেশান পড়ান না, দুর্গম প্রকৃতিকে চেনা ও জানার নেশায় মশগুল হয় করলেন অবশেষে আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তাঁর দুঃসাহসকে স্যালুট। তিনি মনে করিয়ে দিলেন যাদবপুরের সেই অধ্যাপিকা সুদীপ্তা সেনগুপ্তার কথা।তাঁর এই অভিযানের নাম দিয়েছিলেন 'এক্সপিডিশন অপরাজিতা'। অর্পিতার নতুন নাম হতেই পারে 'অপরাজিতা' অর্পিতা।
No comments