Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পৌরসভাতে সরকারি মূল্যে বিক্রি হচ্ছে আলু

পৌরসভাতে সরকারি মূল্যে বিক্রি হচ্ছে আলু

  দ্রব্যমূল্য বৃদ্ধি দিন দিন বেড়েই চলছিল সেজন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায়  ভেন্ডারদের হুঁশিয়ারি দিয়েছিলেন এবং জেলাশাসকসহ এসডিও দের বাজারে দেখার জন্য নির্দ…

 


পৌরসভাতে সরকারি মূল্যে বিক্রি হচ্ছে আলু



  দ্রব্যমূল্য বৃদ্ধি দিন দিন বেড়েই চলছিল সেজন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায়  ভেন্ডারদের হুঁশিয়ারি দিয়েছিলেন এবং জেলাশাসকসহ এসডিও দের বাজারে দেখার জন্য নির্দেশ দিয়েছিলেন।


বিভিন্ন জায়গায় আধিকারিকদের বাজারে দেখা গিয়েছিল প্রকৃত দ্রব্যমূল্য বৃদ্ধি কেন বা কিসের জন্য হচ্ছে? কিছুদিন আগেই বাজারে আলু পাওয়া যাচ্ছিল না। দাম বৃদ্ধি হতে হতে প্রায় ৪৫ - ৫০ টাকা কিলো প্রতি হয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/1qA8qeoe3Z8

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশে হলদিয়া পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর কাউন্টারে সরকারী মূল্যে  ২৮ টাকা দরে প্রতি কেজি  আলু বিক্রি হচ্ছে, সর্বোচ্চ ১০০ টাকা মূল্যে কিনতে পারবে। হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জি পৌরসভার ফিনান্স অফিসার দুলাল সরকার, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিলর আজিজুল রহমান সহ স্বনির্ভর গোষ্ঠী এস এইচ জি গ্রুপের মহিলারা ঘুরে দেখেন। এই আলু বিক্রয় কেন্দ্রে আলু বিক্রি করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানালেন স্বনির্ভর গোষ্ঠীর এনইউএলএম দপ্তরের একাউন্টেন্ট  মহাদেব দাস। তিনি বলেন সরকারের পক্ষ থেকে পাঁচ বস্তা অর্থাৎ দুই শত পঞ্চাশ কেজি আলু পেয়েছি। আমরা সরকারি মূল্যে ২৮ টাকা কেজি দরে  এই আলু বিক্রি করছি। সরকারের এই উদ্যোগে আমরা সামিল হয়েছি হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক এসডিও র নির্দেশে আলু বিক্রি চলছে। এই উদ্যোগকে সাধুবাদ জানালেন  স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ‌। কটাক্ষ করেছেন বিএম এস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বললেন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে শুধু পেট ভরে আলু খেলেই কি মানুষ বাঁচবে। দ্রব্যমূল্য বৃদ্ধির দিকেও রাজ্য সরকারের নজর দেওয়া উচিত।

No comments