এবার মাথায় হাত গ্রীন পুলিশের? তাদের বেতন সংক্রান্ত নিয়ে দোলাচলে!
গ্রীন পুলিশের আর্থিক দায়ভার এবার ঝেড়ে ফেলতে চায় হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটি(এইচডিএ) । রাজ্য পুলিশের হাতে সেই দায়িত্ব ছেড়ে এইচডিএ নিজেদের খরচ বাঁচাতে চাইছে । ব…
এবার মাথায় হাত গ্রীন পুলিশের? তাদের বেতন সংক্রান্ত নিয়ে দোলাচলে!
গ্রীন পুলিশের আর্থিক দায়ভার এবার ঝেড়ে ফেলতে চায় হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটি(এইচডিএ) । রাজ্য পুলিশের হাতে সেই দায়িত্ব ছেড়ে এইচডিএ নিজেদের খরচ বাঁচাতে চাইছে । বুধবার ২৪ জুলাই এইচডিএ'র বোর্ড মিটিংয়ে তেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/A9-xC9I3ml0
২০১২ সালে হলদিয়ায় ১৭৪ জন গ্রীন পুলিশ নিয়োগ করা হয় । হলদিয়া শিল্প তালুকের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এই সমস্ত কারণে নিয়োগ করা হয়েছিল গ্রীন পুলিশ । হলদিয়ার সিটি সেন্টার, রানিচক, হলদিয়া টাউনশিপ, দুর্গাচক বিভিন্ন জায়গায় এই গ্রীন পুলিশ মোতায়েন করা হয় । দশ হাজার টাকা বেতনে এতদিন চাকরি করে এসেছেন হলদিয়ার বিভিন্ন এলাকার এই যুবকরা । এখন এইচডিএ তাদের নিয়ে চিন্তিত । গত ২৪ জুলাই বুধবারের বোর্ড মিটিংয়ে তা স্পষ্ট হয়ে গিয়েছে । এ বিষয়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর জানিয়েছেন,"এতদিন ১৭৪ জন গ্রীন পুলিশের আর্থিক দায়ভার আমরা সামলেছি । এবার সেই দায়িত্ব রাজ্য পুলিশকে ছেড়ে দিতে চাই । পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে বিষয়টি উত্থাপন করেছি । জেলাশাসকের মাধ্যমে রাজ্য পুলিশের কাছে সেই আবেদন আমরা রাখছি ।" আর্থিক দায়ভার বড় বিষয় । ১৭৪ জন গ্রীন পুলিশের জন্য প্রতি মাসে ১৭ লাখ ৪০ হাজার টাকা খরচ করতে হয় এইচডিএ'কে । রাজ্যের পুলিশ প্রশাসন সেই দায়িত্ব নেবে কিনা সেটা সময় বলবে । এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজি জানিয়েছেন,"গ্রীন পুলিশের বিষয়টি নিয়ে এইচডিএ যে সিদ্ধান্ত নিয়েছে সেটি আমার কাছে এলে আমি সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবো । তারপরে সরকারি সিদ্ধান্ত কি হবে সেটা পরে জানা যাবে ।" তবে এখনই এই বিষয় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই । এইচডিএ চেয়ারম্যান জানিয়েছেন,"আমরা আমাদের সাধ ও সাধ্যের কথা জানাবো রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে । যদি তারা এই বিষয়ে রাজি হন তাহলে ভালো । নাহলে আমাদেরকে এই দায়ভার বহন করতে হবে । কারণ এতগুলো ছেলের চাকরি বলে কথা ।" তবে ইতিমধ্যে গ্রীন পুলিশের একাংশ তাদের চাকরি নিয়েও গুঞ্জন শুরু করেছে । এইচডিএ'র তরফে অভয় বাণী দিলেও বাস্তবে তাদের আর্থিক দায়-দায়িত্ব সুনিশ্চিত হবে কিনা সেই প্রশ্ন উঠেছে ।
No comments