Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার মাথায় হাত গ্রীন পুলিশের? তাদের বেতন সংক্রান্ত নিয়ে দোলাচলে!

এবার মাথায় হাত গ্রীন পুলিশের? তাদের বেতন সংক্রান্ত নিয়ে দোলাচলে!
গ্রীন পুলিশের আর্থিক দায়ভার এবার ঝেড়ে ফেলতে চায় হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটি(এইচডিএ) । রাজ্য পুলিশের হাতে সেই দায়িত্ব ছেড়ে এইচডিএ নিজেদের খরচ বাঁচাতে চাইছে । ব…

 




এবার মাথায় হাত গ্রীন পুলিশের? তাদের বেতন সংক্রান্ত নিয়ে দোলাচলে!


গ্রীন পুলিশের আর্থিক দায়ভার এবার ঝেড়ে ফেলতে চায় হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটি(এইচডিএ) । রাজ্য পুলিশের হাতে সেই দায়িত্ব ছেড়ে এইচডিএ নিজেদের খরচ বাঁচাতে চাইছে । বুধবার ২৪ জুলাই এইচডিএ'র বোর্ড মিটিংয়ে তেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/A9-xC9I3ml0


      ‌   ২০১২ সালে হলদিয়ায় ১৭৪ জন গ্রীন পুলিশ নিয়োগ করা হয় । হলদিয়া শিল্প তালুকের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এই সমস্ত কারণে নিয়োগ করা হয়েছিল গ্রীন পুলিশ । হলদিয়ার সিটি সেন্টার, রানিচক, হলদিয়া টাউনশিপ, দুর্গাচক বিভিন্ন জায়গায়  এই গ্রীন পুলিশ মোতায়েন করা হয় । দশ হাজার টাকা বেতনে এতদিন চাকরি করে এসেছেন হলদিয়ার বিভিন্ন এলাকার এই যুবকরা । এখন এইচডিএ তাদের নিয়ে চিন্তিত । গত ২৪ জুলাই বুধবারের বোর্ড মিটিংয়ে তা স্পষ্ট হয়ে গিয়েছে । এ বিষয়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর জানিয়েছেন,"এতদিন ১৭৪ জন গ্রীন পুলিশের আর্থিক দায়ভার আমরা সামলেছি । এবার সেই দায়িত্ব রাজ্য পুলিশকে ছেড়ে দিতে চাই । পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে বিষয়টি উত্থাপন করেছি । জেলাশাসকের মাধ্যমে রাজ্য পুলিশের কাছে সেই আবেদন আমরা রাখছি ।" আর্থিক দায়ভার বড় বিষয় । ১৭৪ জন গ্রীন পুলিশের জন্য প্রতি মাসে ১৭ লাখ ৪০ হাজার টাকা খরচ করতে হয় এইচডিএ'কে । রাজ্যের পুলিশ প্রশাসন সেই দায়িত্ব নেবে কিনা সেটা সময় বলবে । এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজি জানিয়েছেন,"গ্রীন পুলিশের বিষয়টি নিয়ে এইচডিএ যে সিদ্ধান্ত নিয়েছে সেটি আমার কাছে এলে আমি সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবো । তারপরে সরকারি সিদ্ধান্ত কি হবে সেটা পরে জানা যাবে ।" তবে এখনই এই বিষয় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই । এইচডিএ চেয়ারম্যান জানিয়েছেন,"আমরা আমাদের সাধ ও সাধ্যের কথা জানাবো রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে । যদি তারা এই বিষয়ে রাজি হন তাহলে ভালো । নাহলে আমাদেরকে এই দায়ভার বহন করতে হবে । কারণ এতগুলো ছেলের চাকরি বলে কথা ।" তবে ইতিমধ্যে গ্রীন পুলিশের একাংশ তাদের চাকরি নিয়েও গুঞ্জন শুরু করেছে । এইচডিএ'র তরফে অভয় বাণী দিলেও বাস্তবে তাদের আর্থিক দায়-দায়িত্ব সুনিশ্চিত হবে কিনা সেই প্রশ্ন উঠেছে ।

No comments