Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৩০০ শয্যার নতুন ভবন মহকুমা হাসপাতালে

৩০০ শয্যার নতুন ভবন মহকুমা হাসপাতালে

শিল্পা শহরে মহকুমা হাসপাতালে ৩০০ শয্যার নতুন ভবন তৈরি হতে চলেছে। স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যে পূর্ত দফতরের কাছে আনুমানিক ব্যয় বরাদ্দ জানতে চাওয়া হয়েছে।হলদিয়ার দুর্গাচকে মহকুমা হাসপাতাল শয্যা …

 



৩০০ শয্যার নতুন ভবন মহকুমা হাসপাতালে



শিল্পা শহরে মহকুমা হাসপাতালে ৩০০ শয্যার নতুন ভবন তৈরি হতে চলেছে। স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যে পূর্ত দফতরের কাছে আনুমানিক ব্যয় বরাদ্দ জানতে চাওয়া হয়েছে।

হলদিয়ার দুর্গাচকে মহকুমা হাসপাতাল শয্যা সংখা ছিল প্রায় ৩০০। পূর্ত দফতর একে ভগ্নপ্রায় ভবন ঘোষণা করেছে। ইতিমধ্যেই হাসপাতালের একাধিক ওয়ার্ড সংলগ্ন অন্য ভবনের স্থানান্তরিত হয়েছে। তবে জরুরি বিভাগ, এক্স রে বিভাগ, আলট্রাসনোগ্রাফি এবং মহিলা বিভাগ, এইচডিইউ এখনও পুরনো ভবনেই রয়েছে। স্থানান্তরিত নতুন ভবনে শয্যাসংখ্যা কমাতে বাধ্য হয়েছে স্বাস্থ্য দফতর। সব বিভাগগুলিকে একটি ভবনে নিয়ে এলে শয্যা সংখ্যা আরও কমাতে হবে। আর পুরনো ভবনে কাজ চালু রাখলে প্রাণ হাতে নিয়ে কাজ করতে হবে। কারণ, যে কোনও মুহূর্তে চাঙর খসে পড়তে পারে।

এর পরই স্বাস্থ্য দফতরের তরফে হলদিয়া মহকুমা হাসপাতালের জন্য নতুন ভবন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। নকশা তৈরি হলেই ব্যয় বরাদ্দ নির্ধারণ করা হবে। পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় বলেন," শিল্প শহরে মহকুমা হাসপাতালে ৩০০ শয্যা বিশিষ্ট নতুন ভবন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পূর্ত দফতরের থেকে নকশা এবং কত টাকা লাগবে, তার অনুমান পেয়ে গেলে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। তার পর রাজ্য সরকারের তরফে যেমন নির্দেশিকা আসবে সেই মতো কাজ হবে।"

No comments