Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দাম কমবে এবার হু হু করে! কব্জি ডুবিয়ে খেতে পারবেন ইলিশ, কত হবে দাম?

দাম কমবে এবার হু হু করে! কব্জি ডুবিয়ে খেতে পারবেন ইলিশ, কত হবে দাম?
ইলিশের দাম কমবে এবার হু হু করে! কব্জি ডুবিয়ে খেতে পারবেন, কত হবে দাম? কি শুনে অবাক হলেন। একেবারে সত্যি কথা এমনটাই হতে চলেছে এবার।কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সী…

 



দাম কমবে এবার হু হু করে! কব্জি ডুবিয়ে খেতে পারবেন ইলিশ, কত হবে দাম?


ইলিশের দাম কমবে এবার হু হু করে! কব্জি ডুবিয়ে খেতে পারবেন, কত হবে দাম? কি শুনে অবাক হলেন। একেবারে সত্যি কথা এমনটাই হতে চলেছে এবার।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের উপর পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণা করেছেন। এর ফলে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছে।বর্তমানে ইলিশের মরসুম চলছে এবং বাজারে ইলিশের আমদানি শুরু হয়েছে। কর হ্রাসের ফলে মাছের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন অনেকেই।

এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্যও সুখবর, কারণ এর ফলে তাদের খাদ্য তালিকায় পুষ্টিকর সামুদ্রিক মাছ আরও সহজলভ্য হতে পারে। চক বাজারে মূলত শঙ্করপুর, ডায়মন্ড হারবার থেকে সামুদ্রিক মাছ আসে।

ইলিশ ছাড়াও নানা জাতের ভোলা, ভেটকি, পমফ্রেট, চিংড়ি, পার্শের মতো মাছের আমদানি হয়। ইলিশের আমদানি শুরু হয়েছে বাজারে।দামও কিছুটা নাগালের মধ্যে।

পাঁচশ গ্রাম ওজনের ইলিশ ৬০০-৭০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের উপর পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণা করেছেন।এর ফলে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছে। জেলার বিভিন্ন মাছের আড়তে এই খবরে খুশি পাইকারী ব্যবসায়ী থেকে ক্রেতা। বর্তমানে ইলিশের মরসুম চলছে এবং বাজারে ইলিশের আমদানি শুরু হয়েছে। কর হ্রাসের ফলে মাছের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন অনেকেই। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্যও সুখবর, কারণ এর ফলে তাদের খাদ্য তালিকায় পুষ্টিকর সামুদ্রিক মাছ আরও সহজলভ্য হতে পারে।

 শঙ্করপুর ডায়মন্ড হারবার থেকে সামুদ্রিক মাছ আসে।ইলিশ ছাড়াও নানা জাতের ভোলা ভেটকি পমফ্রেট চিংড়ি পারশে বাটার আমদানী হয়।

ইলিশের আমদানী শুরু হয়েছে বাজারে।দামও কিছুটা নাগালের মধ্যে।পাঁচশ গ্রাম ওজনের ইলিশ ছশো সাতশো টাকা কিলো দরে বিক্রি হচ্ছে।

সামুদ্রিক মাছে কর ছাড়ের সুফল পেতে আরো কয়েকদিন লাগবে বলে জানান চক বাজার পাইকারি মাছ ব্যবসায়ীদের সম্পাদক

No comments