সরকারি জায়গা থেকে দখলদারদের উচ্ছেদ অব্যাহতবিভিন্ন জায়গায় সরকারি জায়গা দখল করে দোকান ঘরবাড়ি তৈরি হয়ে রয়েছে। তার ফলে সমস্যা বাড়ছে যানজট। জেলা পরিষদের কাছ থেকে লিজ নিয়ে তৈরি হচ্ছে অট্টালিকা নজর নেই প্রশাসনের। জেলা পরিষদ পঞ…
সরকারি জায়গা থেকে দখলদারদের উচ্ছেদ অব্যাহত
বিভিন্ন জায়গায় সরকারি জায়গা দখল করে দোকান ঘরবাড়ি তৈরি হয়ে রয়েছে। তার ফলে সমস্যা বাড়ছে যানজট। জেলা পরিষদের কাছ থেকে লিজ নিয়ে তৈরি হচ্ছে অট্টালিকা নজর নেই প্রশাসনের। জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির পিডব্লিউডি জায়গার উপর দোকান হোটেল বিভিন্ন ঘরবাড়ি তৈরি হয়েছে বিভিন্ন সময়ে। জেলা পরিষদের কাছ থেকে লিজ নেওয়া জায়গার উপরে গড়ে উঠেছে বহু অট্টালিকা কিন্তু ওই জায়গার পিছনের রায়ত জায়গা যাদের রয়েছে তারা বাড়িঘর করার জন্য সমস্যায় পড়ছে তাদের বারাম কোথায়। আর তারই জন্যই বিভিন্ন সময়ে উচ্চ আদালতের দারস্ত হচ্ছেন রায়ত জায়গার মালিক। অবশেষে পি ডব্লিউ ডি জেলা পরিষদ বা এক নম্বর খতিয়ানের যে সকল জায়গায় অবৈধভাবে দখল করে রয়েছেন সেগুলিকে সরকারি টাকা খরচ করে ভাঙতে হচ্ছে। দীর্ঘদিন সরকারি জায়গায় ব্যবসা করে উপার্জন করেছেন টাকা তার পরেও যখন সরকার ভাঙ্গার নির্দেশ দিচ্ছেন তখনই বলছেন আমাদের ক্ষতিপূরণ। কি অবাক কান্ড এভাবেই যদি ক্ষতিপূরণ দিতে হয় তাহলে দীর্ঘ কয়েক বৎসর ধরে ওই জায়গার উপরে ব্যবসা-বাণিজ্য করেছ সেই জায়গা ব্যবসা অভ্যাংশ তাহলে সরকারকে দিক তা না হলে সরকারের জনগণের ট্যাক্সের টাকা সরকারি তহবিল থেকে ওই সকল ঘর ভাঙ্গার জন্য কেনই বা খরচা হবে এই ভাঙ্গার দায়ভার যে সকল দোকান ঘর করে বসে রয়েছেন তাদের কাছ থেকে নেওয়া উচিত এমনি মন্তব্য করলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত দ্বাড়ি বেড়িয়া গ্রামে বাজারের কাছেই পি ডব্লিউ ডি রাস্তার উপরে দীর্ঘদিন একটি দোকান ঘর ছিল। অবশেষে হাইকোর্টের নির্দেশে সুতাহাটা থানার পুলিশ এবং পিডব্লিউডি অফিসার দের উপস্থিতিতে দ্বাড়িবেড়িয়া বাজারে উপরে থাকা দোকান ঘরটি ভেঙ্গে দেওয়া হল।
No comments