Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিখোঁজ ট্রাকের খালাসি খোঁজ পাওয়া গেল

নিখোঁজ ট্রাকের খালাসি খোঁজ পাওয়া গেল
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক চিরঞ্জিবপুর এলাকা থেকে নারায়ণ সামন্ত পিতা মদন সামন্ত বয়স ৩৭ গত ১১ জুলাই গাড়ি খালাসের কাজে গিয়ে ধূলাগড় থেকে নিখোঁজ হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায়  খবর প্রকা…

 



নিখোঁজ ট্রাকের খালাসি খোঁজ পাওয়া গেল


পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক চিরঞ্জিবপুর এলাকা থেকে নারায়ণ সামন্ত পিতা মদন সামন্ত বয়স ৩৭ গত ১১ জুলাই গাড়ি খালাসের কাজে গিয়ে ধূলাগড় থেকে নিখোঁজ হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায়  খবর প্রকাশিত হয় তাদের পরিবারের মোবাইল নাম্বার সোশ্যাল মিডিয়ায় থাকে। অবশেষে একুশে জুলাই সন্ধ্যের সময় তাদের পরিবারের ফোনে কল আসে তৎক্ষণা তার পরিবারে সদস্যরা উলুবেড়িয়া হাসপাতাল থেকে অসুস্থ নারায়ণ সামন্তকে উদ্ধার করেছে। তবে এতদিন কোথায় ছিল সে নিয়ে এখন ও বিস্তারিত জানা যায়নি। তবে এই যুবকটিকে পরিবারের লোকেরা পেয়ে খুশি ধন্যবাদ জ্ঞাপন করলেন ।  একে একে নিখোঁজ হওয়া যুবকে খুঁজে পাওয়াতে স্বস্তির নিঃশ্বাস  ছাড়ছে হলদিয়ার মানুষ । 

প্রসঙ্গত, শিল্প তালুক চিরঞ্জিবপুর হলদিয়া থানার অন্তর্গত এলাকা থেকে নারায়ন সামন্ত, পিতা মদন সামন্ত, বয়স ৩৭ গ্রাম-+পোস্ট  চিরঞ্জীবপুর, থানা হলদিয়া, পূর্ব মেদিনীপুর । গত ১১ ই জুলাই IOCL হলদিয়া হইতে একটি ট্রাকের খালাসি হিসাবে  পেট্রালিয়ম কোক  লোড করিয়া পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ড্রাইভারের কথা অনুযায়ী ফেরার সময় ধুলাগড়, হাওড়ার কাছে বিশ্রাম নিতে দাঁড়িয়ে থাকা র সময়  ছেলেটি চা খাওয়ার জন্য নেমে যায় । তারপর থেকে কোন খোঁজ পাওয়া যায়নি । কোন সহৃদয় ব্যক্তি যদি  কোন রকম খোঁজ দিতে পারেন,তার পরিবারবর্গ উপকৃত হইবে । যোগাযোগ করতে নম্বরগুলি নিচে দেওয়া হয়েছিল ।

9593251705 / 7407458713/ 9046909099 / 9932745084 সোশ্যাল মিডিয়ায় খবর ছবি দেখে তাদের পরিবারের নাম ফোন নাম্বারে যোগাযোগ করে সূত্রে জানা যায়।

No comments