মেদিনীপুর জেলার বিভিন্ন থানার ওসিদের রদবদল
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলায় একঝাঁক ওসির রদবদল ঘটালেন পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। মোট ১৭জন পুলিস অফিসারের রদবদল হয়েছে। নন্দকুমার থানার ওসি অমিত দেবকে রামনগর থানার ওসি করা হয়েছে। স…
মেদিনীপুর জেলার বিভিন্ন থানার ওসিদের রদবদল
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলায় একঝাঁক ওসির রদবদল ঘটালেন পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। মোট ১৭জন পুলিস অফিসারের রদবদল হয়েছে। নন্দকুমার থানার ওসি অমিত দেবকে রামনগর থানার ওসি করা হয়েছে। সেখানকার ওসি উজ্জ্বল নস্কর নন্দকুমারের ওসি হয়েছেন। ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক দুর্গাচক থানার ওসি হয়েছেন। পাঁশকুড়া থানা থেকে অরিজিৎ চট্টোপাধ্যায় মান্দারমণি কোস্টাল থানার ওসি হয়েছেন। তেখালি বাজার আউটপোস্টের ইন-চার্জ শেখ মহম্মদ মহিউদ্দিন ভূপতিনগর থানার ওসি হলেন। রেয়াপাড়া ফাঁড়ি ইনচার্জ সুরজ আশ জুনপুট কোস্টাল থানার ওসি হলেন। খেজুরি থানার অফিসার কাজল বর্মা তেখালি বাজার আউটপোস্টের ইনচার্জ হয়েছেন। নেগুয়া আউটপোস্ট ইনচার্জ কমিার হাসিদ রেয়াপাড়া ফাঁড়ি ইনচার্জ হয়েছেন। মন্দারমণি কোস্টালের ওসি দেবব্রত বেরা নন্দীগ্রাম থানায় বদলি হয়েছেন। পাঁশকুড়া ট্রাফিকের ওসি বলরাম প্রামাণিককে পুলিস লাইনে পাঠানো হয়েছে। তাঁর জায়গা নতুন ট্রাফিক হয়েছেন সুশান্ত ধাড়া।
No comments