Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব ভারতে এই প্রথম হলদিয়াতে শুরু হল ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা

পূর্ব ভারতে এই প্রথম হলদিয়াতে শুরু হল ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা
এবার খবর পাওয়া মাত্র দুর্ঘটনাস্থলেই জখম ব্যক্তির কাছে পৌঁছে যাবে মেডিকেল টিম । রাস্তা কিংবা কারখানার মধ্যে যেখানেই দুর্ঘটনা ঘটবে সেখানে পৌঁছে যাবেন তারা ।  অত্যাধু…

 



পূর্ব ভারতে এই প্রথম হলদিয়াতে শুরু হল ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা


এবার খবর পাওয়া মাত্র দুর্ঘটনাস্থলেই জখম ব্যক্তির কাছে পৌঁছে যাবে মেডিকেল টিম । রাস্তা কিংবা কারখানার মধ্যে যেখানেই দুর্ঘটনা ঘটবে সেখানে পৌঁছে যাবেন তারা ।  অত্যাধুনিক চিকিৎসা পরিষেবাযুক্ত ডিজিটাল মেডিকেল চেকআপ বাস পূর্ব ভারতে প্রথম হলদিয়ায় চালু হলো । সোমবার ডক্টরস ডে-তে স্থানীয় বিভিন্ন ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা, শিল্প সংস্থার কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে প্রয়াত  স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা পরিষেবার উদ্বোধন ঘটলো । সেবামূলক কাজে যুক্ত হলদিয়া মেডি অ্যাসিস্ট সোসাইটি এবং বায়োকেয়ারের যৌথ উদ্যোগে ১ কোটি ৩৯ লাখ টাকা খরচে এই ভ্রাম্যমান অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে । লম্বা বাসটিতে থাকছে প্যাথোলজি কাম ব্লাড কালেকশন কেবিন, ইসিজি কেবিন, চোখ এবং দাঁত পরীক্ষার কেবিন, শব্দ নিরোধক অডিওমেট্রিক কেবিন সহ থাকছে ডিজিটাল লাং ফাংশন টেস্ট, ডিজিটাল এক্স-রে ইত্যাদির ব্যবস্থা । ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী মিলে মোট ১২ সদস্যের এই মেডিকেল টিম  পরিষেবা দেওয়ার জন্য ২৪ ঘন্টা প্রস্তুত থাকছে । বায়োকেয়ারের কর্ণধার উত্তম কুমার সাহা জানিয়েছেন,"ভারতবর্ষে মহারাষ্ট্র এরকম ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে । পূর্ব ভারতে হলদিয়ায় এই প্রথম চালু করা হলো । অসুস্থ কিংবা জখম মানুষকে দ্রুত চিকিৎসা পরিষেবা দিতেই এমন পদক্ষেপ করা হয়েছে । শহর কিংবা গ্রামে কোন সংস্থা মেডিকেল ক্যাম্প করতে চাইলেও এখান থেকে সেই সুযোগ পাওয়া যাবে ।" হলদিয়া শিল্প তালুকে বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হন বিভিন্ন কলকারখানার শ্রমিক কর্মচারী । সেই নিরিখে এমন চিকিৎসা পরিষেবা হলদিয়ার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বলে অনেকেই মনে করেছেন । এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানিয়েছেন,"ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা প্রদানের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় । অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রয়োজনীয় সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে এখানে । আগামী দিনে হলদিয়ার সহ রাজ্যের যে কোন প্রান্তে তারা গিয়ে চিকিৎসা পরিষেবা দিতে পারবেন ।‌ এটা খুব ভালো কাজ হয়েছে ।" হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ ডিরেক্টর তথা প্লান্ট হেড অতনু সান্যাল এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেছেন । ইন্ডিয়ান কোস্ট গার্ডের হলদিয়া হেডকোয়ার্টারের ডিআইজি, কানওয়ালজিৎ সিং, হলদিয়া রিফাইনারি সিজিএম এ কে সিনহা, হলদিয়া মহকুমা হাসপাতালের সুপার সুভাষ মাহাত, ডাক্তার প্রশান্ত সিনহা, সুজন জানা, বিধান রায়, অর্ণব মুনিয়ান, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

No comments