প্যারিস অলিম্পিকে শ্যুটিংয়ে নয়া 'মনু' সংহিতা
প্যারিস অলিম্পিক্স ২০২৪ এ ইতিহাস গড়লেন শ্যুটার মনু ভাকের। ভারতের কোনও মহিলা শ্যুটার এই প্রথম অলিম্পিক্সে পদক জিতলেন। রবিবার বিকেলে চ্যাটারোক্স শুটিং সেন্টারে মহিলাদের ১০ মিটার এ…
প্যারিস অলিম্পিকে শ্যুটিংয়ে নয়া 'মনু' সংহিতা
প্যারিস অলিম্পিক্স ২০২৪ এ ইতিহাস গড়লেন শ্যুটার মনু ভাকের। ভারতের কোনও মহিলা শ্যুটার এই প্রথম অলিম্পিক্সে পদক জিতলেন। রবিবার বিকেলে চ্যাটারোক্স শুটিং সেন্টারে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন ভাকের৷ তিনি অলিম্পিক গেমসে শ্যুটিংয়ে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হয়ে ইতিহাস রচনা করেন। বছর বাইশের তরুণী মনুর জন্ম হরিয়াণার ঝাজ্জর জেলার ঝাজ্জর গ্রামের কাছাকাছি গড়িয়া গ্রামে। বাবা রাম কিষাণ মার্চেন্ট নেভির চিফ ইঞ্জিনিয়ার। ভাকের ২০১৮ আইএসএসএফ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং দুটি স্বর্ণ পদক জয় করেন। আইএসএসএফ বিশ্বকাপে তিনি সর্বকনিষ্ঠ স্বর্ণ পদক জয়ী ভারতীয় ছিলেন। ২০১৮ কমনওয়েলথ গেমসে মাত্র ১৬ বছর বয়সে প্রথমবার কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণ পদক জয়ী হন। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে প্রথম ভারতীয় শ্যুটার রুপো পান রাজ্যবর্ধন রাঠোর। ২০০৮ বেজিং অলিম্পিকে সোনা পান অভিনব বিন্দ্রা। ২০১২তে লন্ডনে গগন নারাং ও বিজয় কুমার ব্রোঞ্জ ও রুপো পেয়েছিলেন। মনু হলেন পঞ্চম ভারতীয় শ্যুটার যিনি অলিম্পিক পদক পেলেন।
No comments