হলদিয়ায় তৃতীয় বর্ষে "স্বরতরঙ্গ" আয়োজিত আবৃত্তি উৎসব
রবিবার ২১ জুলাই হলদিয়ায় পূর্ব মেদিনীপুর জেলা আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়। উদ্যোক্তা মহিলা আবৃত্তি শিল্পীদের সংস্থা স্বরতরঙ্গ। হলদিয়া রিফাইনারি অফিসার্স ক্লাবে এ…
হলদিয়ায় তৃতীয় বর্ষে "স্বরতরঙ্গ" আয়োজিত আবৃত্তি উৎসব
রবিবার ২১ জুলাই হলদিয়ায় পূর্ব মেদিনীপুর জেলা আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়। উদ্যোক্তা মহিলা আবৃত্তি শিল্পীদের সংস্থা স্বরতরঙ্গ। হলদিয়া রিফাইনারি অফিসার্স ক্লাবে এদিন দিনভর আবৃত্তি উৎসবে অংশ নেন মেদিনীপুরের শতাধিক আবৃত্তি শিল্পী, কবি, চিত্রশিল্পী ও গায়ক।
১০ টি আবৃত্তি সংস্থা তাদের দলগত আবৃত্তি পরিবেশনায় সবার মন কেড়ে নেয় কবিতার দল মহিষাদলের শ্রুতিশৈলী, স্বরতরঙ্গ। একক আবৃত্তি পরিবেশনা ও কবিতা পাঠে নজর কাড়েন আশিস মিশ্র, প্রাণনাথ শেঠ , সুচিস্মিতা মিশ্র, পূর্ণিমা মাইতি শেঠ,দেবপ্রসাদ মণ্ডল প্রমূখ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন সংস্থার সম্পাদিকা আত্রেয়ী মুখার্জি, সভাপতি প্রাণনাথ শেঠ এবং কোষাধ্যক্ষ ঝর্না মান্না।
No comments