Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নয়া উদ্যোগ ‘ভবিষ্যতের দিশা

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নয়া উদ্যোগ ‘ভবিষ্যতের দিশাবেকার যুবক-যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নয়া উদ্যোগ ‘ভবিষ্যতের দিশা।’ যে কোনও উৎপাদনমুখী, পরিষেবামূলক কিংবা ব্যবসায় স্বনির্ভর করার জন্য জেলা …

 



পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নয়া উদ্যোগ ‘ভবিষ্যতের দিশা

বেকার যুবক-যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নয়া উদ্যোগ ‘ভবিষ্যতের দিশা।’ যে কোনও উৎপাদনমুখী, পরিষেবামূলক কিংবা ব্যবসায় স্বনির্ভর করার জন্য জেলা প্রশাসনের বিশেষ পোর্টাল। এখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন মঞ্জুর থেকে প্রকল্পের বাস্তবায়ন এবং উৎপাদন সামগ্রী বিপণনের ব্যবস্থা করবে প্রশাসন। জেলা, মহকুমা ও ব্লক প্রশাসন, জেলা শিল্পকেন্দ্র এবং ব্যাঙ্ক সমূহকে পোর্টালে যুক্ত করা থাকবে। এছাড়া, ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হতে চলা সকলে যুক্ত থাকবেন। যে কোনও রকমের সমস্যার সমাধান করার লক্ষ্যে জেলাশাসক পূর্ণেন্দু মাজী এই বিশেষ পদক্ষেপ নিয়েছেন। জেলাশাসক বলেন, বেকার যুবক-যুবতীদের যে কোনও প্রকল্প গড়া থেকে বিপণন পর্যন্ত সব কাজ মসৃণ উপায়ে করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে যে কোনও সমস্যা সহজে নজরে আনা এবং দ্রুত সমাধান সম্ভব হবে।

পূর্ব মেদিনীপুর জেলায় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ১১৯৯জনকে ঋণ দেওয়া হয়েছে। আরও ১৬৩৯জনকে ঋণ দেওয়া হবে শীঘ্রই। ঋণ প্রাপকদের প্রকল্পের ১০শতাংশ, সর্বাধিক ২৫হাজার টাকা ভর্তুকি দেওয়া হয়। এছাড়া, পাঁচ বছরে বার্ষিক মাত্র চার শতাংশ সুদে আগ্রহীদের স্বনির্ভর হওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়। ১৮থেকে ৫৫বছর বয়সি স্বনিযুক্তি প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্কঋণ পাচ্ছেন। এই টাকায় যে কোনও উৎপাদনমুখী, পরিষেবামূলক, ব্যবসা কিংবা রোজগারের সংস্থান হওয়া প্রকল্পে ব্যবহার করা যাবে।ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন হওয়ার পর অনেকে প্রকল্পে ঠিকমতো নজর দেন না। আবার, উপভোক্তারা প্রায়ই নানা প্রশাসনিক কাজে সমস্যার সম্মুখীন হন। এর পাশাপাশি ব্যাঙ্ক সময়মতো কিস্তি না পাওয়ার অভিযোগ তোলে। উৎপাদনমুখী প্রকল্পে সামগ্রীর বিপণন নিয়ে সমস্যাও রয়েছে। যাবতীয় সমস্যার সমাধানে এই পোর্টাল চালু করছে জেলা প্রশাসন। রেজিস্ট্রেশন থেকে বিদ্যুৎ সংযোগ, ট্রেড লাইসেন্স, পরিবেশ দপ্তরের এনওসি সহ সব ধরনের সমস্যার সহজ সমাধান হবে। জেলা শিল্পকেন্দ্রের ব্লকস্তরের কর্মীরা উপভোক্তাদের বাড়ি গিয়ে ইউনিটের সঙ্গে স্বনির্ভর হওয়া যুবক-যুবতীর ছবি তুলে পোর্টালে আপলোড করবেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। তারমধ্যে ভুর্তকি এবং নামমাত্র সুদের অফার রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় ৮৭৩২জন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছেন। উৎপাদনমুখী প্রকল্পের মধ্যে মশলা পেষাই, ধূপকাঠি তৈরি, গ্রিল তৈরি সহ নানা ধরনের জিনিস তৈরি করা হবে। পরিষেবামূলক প্রকল্পের মধ্যে জেরক্স, ই-বাইক ও টোটো মেরামত, বিউটি পার্লার, রেস্তরাঁ তৈরি করা যাবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনও দোকান, বিস্কুট কিংবা ওষুধ ডিস্ট্রিবিউটরশিপ, শাড়ির ব্যবসা, চালের ব্যবসা প্রভৃতি রয়েছে।

No comments