Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডামি শিক্ষিকা’ দিয়ে ক্লাস শিক্ষক তৃণমূল নেতাকে শোকজ

‘ডামি শিক্ষিকা’ দিয়ে ক্লাস  শিক্ষক তৃণমূল নেতাকে শোকজ
 ‘ডামি শিক্ষিকা’ দিয়ে স্কুলে ক্লাস করানোর ঘটনায় শিক্ষক তথা তৃণমূল নেতা স্বপন প্রধানকে শোকজ করা হল। শুক্রবার জেলা বিদ্যালয় পরিদর্শক(প্রাথমিক) পঙ্কজ সরকার চণ্ডীপুর ব্লকের ভগবানখা…

 





‘ডামি শিক্ষিকা’ দিয়ে ক্লাস  শিক্ষক তৃণমূল নেতাকে শোকজ


 ‘ডামি শিক্ষিকা’ দিয়ে স্কুলে ক্লাস করানোর ঘটনায় শিক্ষক তথা তৃণমূল নেতা স্বপন প্রধানকে শোকজ করা হল। শুক্রবার জেলা বিদ্যালয় পরিদর্শক(প্রাথমিক) পঙ্কজ সরকার চণ্ডীপুর ব্লকের ভগবানখালি নিউ প্রাইমারি স্কুলের ওই শিক্ষককে শোকজ করেন। সাত দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক তথা জেলা পরিষদ সদস্য স্বপন প্রধানকে শোকজ চিঠিতে তিনটি প্রশ্ন ছুড়েছেন ডিআই(প্রাইমারি)। প্রথমত, ২০২৩ সালের জুলাই মাস থেকে স্কুলে অনিয়মিত কেন? দ্বিতীয়ত, অমিতা প্রধানকে স্কুলে কে নিয়োগ করেছে? কেন? তৃতীয়ত, ৩জুলাই থেকে ১৮জুলাই স্কুলে একটানা গরহাজিরায় মেডিক্যাল লিভ নেওয়া হয়েছিল?

ভগবানখালি নিউ প্রাইমারি স্কুলে ডামি শিক্ষিকা রেখে ক্লাস করানোর ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী। সেইমতো শুক্রবার থেকে সেই পদক্ষেপ শুরু হল। এদিন জেলাশাসকের নির্দেশে সরাসরি ডিআই শোকজ নোটিস পাঠিয়েছেন। ওই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নরঘাট চক্রের এসআইয়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় অবর বিদ্যালয় পরিদর্শক গোটা বিষয়টি জেনেও কোনও পদক্ষেপ নেননি। এদিন অভিযুক্ত শিক্ষককে শোকজ করার পরই তার কপি জেলাশাসক, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতির কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চণ্ডীপুর ব্লকের ভগবানখালি নিউ প্রাইমারি স্কুলের সহ শিক্ষক স্বপন প্রধান এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা। ২০২৩সালে জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর স্ত্রী বৃন্দাবনপুর-২গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ওই তৃণমূল নেতার বাড়ি থেকে ভগবানখালি নিউ প্রাইমারি স্কুলের দূরত্ব মাত্র কয়েক ফুট। অথচ, ২০১৯সালে ওই তৃণমূল নেতা নিজের স্কুলে অমিতা প্রধান নামে একজনকে রেখে তাঁকে দিয়ে ক্লাস করান। নিজে স্কুলে যান না। ক্লাসও নেন না। ওই নেতার দাপটের কথা মাথায় রেখে স্কুলের প্রধান শিক্ষক নিতাইচরণ মাইতি এবং নরঘাট চক্রের এসআই বিষয়টি নিয়ে আপত্তি তোলেননি।

ওই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই জেলাশাসক কঠোর পদক্ষেপ নিতে বলেন। সেইমতো ঘটনার তদন্ত শুরু হয়। নরঘাট চক্রের এসআই ওই ঘটনায় জেলা বিদ্যালয় পরিদর্শককে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে ভুয়ো শিক্ষিকা অমিতা প্রধানকে দিয়ে ক্লাস করানোর ঘটনা উল্লেখ করা হয়েছে। তাছাড়া ওই শিক্ষক ছুটির আবেদন ছাড়াই স্কুলে আসতেন না। মর্জিমাফিক স্কুলে আসতেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেই রিপোর্ট ডিআই(প্রাইমারি) অফিসে জমা পড়ার পরই সরাসরি জেলা বিদ্যালয় পরিদর্শক ওই শিক্ষককে শোকজ করেছেন।

জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, এধরনের অনিয়মের ঘটনায় কোনও ক্ষমা নেই। স্কুলে অন্যকে দিয়ে ক্লাস করানো অপরাধ। এরসঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা যুক্ত কেউ ছাড় পাবেন না। এনিয়ে স্বপন প্রধানকে ফোন করা হলেও কোনও মন্তব্য করতে চাননি। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি হাবিবুর রহমান বলেন, ভগবানখালি নিউ প্রাইমারি স্কুলের ঘটনায় শিক্ষক স্বপন প্রধানকে শোকজ করা হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শককে এনিয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। তিনি এসআইয়ের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর শোকজ নোটিস ইস্যু করেছেন। সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

No comments