লোহাগড়া উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
সৈয়দ খায়রুল আলম, নড়াইলঃনড়াইলের লোহাগড়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও জুলাই মাসের উন্নয়ন সম্মন্বয় কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার সকাল দশটায় লোহাগড়া…
লোহাগড়া উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
সৈয়দ খায়রুল আলম, নড়াইলঃনড়াইলের লোহাগড়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও জুলাই মাসের উন্নয়ন সম্মন্বয় কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই বৃহস্পতিবার সকাল দশটায় লোহাগড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জহুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান একেএম ফয়জুল হক রোম, বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা লোহাগড়া থানার প্রতিনিধি,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, কামাল হোসেন লিয়ন, মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ সড়ক/রেলপথ বাস্তবায়ন পরিষদ এর চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো আব্দুল হামিদ ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা এসএম আজাদ,কৃষি বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন,ইতনা ইউনিয়নের চেয়ারম্যান সিহানুক রহমান, নলদীর চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি,কোটাখোল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হাসান, নোয়াগ্রামের চেয়ারম্যান মুন্সি জোসেফ হোসেন, জয়পুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন সহ আইন শৃঙ্খলা ও সাধারণ সভায় কমিটির অন্যান্য সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আকতার, সমাজসেবা কর্মকর্তা মো শামীম রেজা, ইসলামী ফাউন্ডেশন প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ফয়জুল হক রোম ও প্রশাসনের সহযোগিতায় হলরুমে শিতাতাপ নিয়ন্ত্রিত (এসি) স্থাপন করায় ধন্যবাদ জানিয়ে আলোচনা সভায় বক্তারা বক্তব্য রাখেন।
No comments