"মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে আমি বলবো" সরকারি জায়গার উপর ঘর বাড়ি ভাঙ্গার- সাংসদ অভিজিত গাঙ্গুলি
তমলুক: তমলুকের রাধামণি মিনিমার্কেটের স্টল বিলি নিয়ে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সেই অভিযোগ খতিয়ে দেখতে শনিবার এল…
"মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে আমি বলবো" সরকারি জায়গার উপর ঘর বাড়ি ভাঙ্গার- সাংসদ অভিজিত গাঙ্গুলি
তমলুক: তমলুকের রাধামণি মিনিমার্কেটের স্টল বিলি নিয়ে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সেই অভিযোগ খতিয়ে দেখতে শনিবার এলাকার স্টল পরিদর্শন করেন তমলুকের বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিত গাঙ্গুলি। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিত গাঙ্গুলি বলেন, বেশ কিছু দুর্নীতি হয়েছে। যারা দূর্ণীতির সাথে যুক্ত তারা সাবধান হয়ে যান। না হলে সব স্টল ভাঙ্গাবো। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছেন সরকারি জায়গার উপর ঘরবাড়ি তৈরি হলে তা ভাঙ্গা হবে। আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনা যা ঘোষনা করেছেন তা করুন। যদি না করেন তার পরের ব্যবস্থা আমি দেখবো।
এদিন স্থানীয় মানুষদের সাথে এবং স্টল থেকে বঞ্চিত হয়েছেন এমন মানুষদের সাথে কথা বলেন সাংসদ অভিজিত গাঙ্গুলি।।
No comments