ফের ভোজ্য তেল বোঝাই ট্রাক মাঝ রাস্তা থেকে উধাও
হলদিয়া থেকে ভোজ্য তেল বোঝাই ট্রাক রানিগঞ্জ বিজওয়ানি ট্রেডিং কোম্পানিতে যাওয়ার সময় মাঝ রাস্তা থেকে উধাও।হলদিয়া থেকে ভোজ্য তেল বোঝাই ট্রাক মাঝ রাস্তা থেকে উধাও। ভবানীপুর থানায় অভি…
ফের ভোজ্য তেল বোঝাই ট্রাক মাঝ রাস্তা থেকে উধাও
হলদিয়া থেকে ভোজ্য তেল বোঝাই ট্রাক রানিগঞ্জ বিজওয়ানি ট্রেডিং কোম্পানিতে যাওয়ার সময় মাঝ রাস্তা থেকে উধাও।
হলদিয়া থেকে ভোজ্য তেল বোঝাই ট্রাক মাঝ রাস্তা থেকে উধাও। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন চৌহান ট্রান্সপোর্ট কোম্পানির মালিক। পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় ছটা হলদিয়া ইমামি এগ্রোটেক লিমিটেড কারখানা থেকে গত ২৫ শে জুলাই ভোজ্য তেল লোড করে রানীগঞ্জ বিজওয়ানী ট্রেডিং কোম্পানিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। নির্দিষ্ট সময়ে ট্রাক বোঝাই ভোজ্য তেল না পৌঁছানোর জন্য ট্রাকের ড্রাইভার হেল্পার গাড়ির মালিকের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন চৌহান ট্রান্সপোর্ট কোম্পানির প্রোপাইটার ভরত সিং চৌহান। সূত্রে জানা যায়, গাড়িতে প্রায় কুড়ি মেট্রিক টন ইমামি ভোজ্য তেল যার মূল্য প্রায় ২০ লক্ষ ১৮৪৬৪ টাকা। শিল্পশহর হলদিয়া থেকে প্রায় পন্য বোঝাই ট্রাক উদাও হয়ে যাচ্ছে মাঝ রাস্তা থেকে, তার হদিস মিলছে না। পুলিশ নাজেহাল তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।
No comments