স্টিল ফ্যাক্টরি তৈরির জন্য রাজ্য সরকার সৌরভ গঙ্গোপাধ্যায় কে জমি ছাড়পত্র দিল
স্টিল ফ্যাক্টরি তৈরি করতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি দেওয়ার বিষয়টিতে আগেই ছাড়পত্র দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা…
স্টিল ফ্যাক্টরি তৈরির জন্য রাজ্য সরকার সৌরভ গঙ্গোপাধ্যায় কে জমি ছাড়পত্র দিল
স্টিল ফ্যাক্টরি তৈরি করতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি দেওয়ার বিষয়টিতে আগেই ছাড়পত্র দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তাঁকে ৩১৮.০৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়। এবার ওই জমি দ্রুত তাঁর হাতে তুলে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ করল নবান্ন। এনিয়ে ভূমি সংস্কার দপ্তরের তরফে ৮ জুলাই সংশ্লিষ্ট অতিরিক্ত জেলাশাসককে একটি চিঠি লেখা হয়েছে। চিঠিতে মাত্র ১ টাকার বিনিময় এই জমিটি জেলা প্রশাসনকে রাজ্য শিল্প উন্নয়ন নিগমকে ফ্রি হোল্ড সেটেলমেন্ট এবং হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নিগম কর্তৃপক্ষ যাতে নির্দিষ্ট বিনিয়োগকারীকে (এই ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়) সমস্ত নিয়ম মেনে জমিটা দ্রুত দিতে পারে, সেই লক্ষ্যেই জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হচ্ছে। সাফ জানানো হয়েছে ওই চিঠিতে।
জমির বিবরণও রয়েছে তাতে। গড়বেতা-৩ ব্লকে ১ নম্বর খতিয়ানের ২৩৫.৬৮ একর জমি দেওয়া হবে। এছাড়া পাট্টা বাতিল হওয়া জমি থেকে সৌরভকে দেওয়া হবে ৮২.৩৭ একর জমি। ওই এলাকায় মোট ৩৫০ একর জমি রয়েছে। তার মধ্যে থেকে ৩১৮.০৫ একর জমি সৌরভের কারখানার জন্য দেওয়া হবে। বাকি ৩১.৯৫ একরের মধ্যে ১১.২৮ একর জাস্টিস তালুকদার কমিটির সঙ্গে জড়িত। যেসব মৌজা থেকে সৌরভের কারখানার জন্য জমি দেওয়া হচ্ছে সেগুলি হল—ভেলাইটিকরি, বারপাড়া, ধুরাশোল, ঘাঘরা, গুরাইচক, ডুকি, আরাবোরি, ভুরকুরি এবং কাশিকাটা। সূত্রের খবর, কারখানার জন্য জমি দেওয়ার বিষয়টিকে চূড়ান্ত রূপ দিতে আজ শুক্রবারই নিগমের সঙ্গে বৈঠকে বসছে জেলা প্রশাসন।
No comments