Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ওলিম্পিকস তিরন্দাজির প্রারম্ভিক পর্বে ছন্দে ভারত

ওলিম্পিকস তিরন্দাজির প্রারম্ভিক পর্বে ছন্দে ভারত। পদকের আশা জাগিয়ে বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল পুরুষ ও মহিলা দল। শেষ আটে দীপিকাদের প্রতিপক্ষ ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিজয়ী দল। জিতলে, সেমি-ফাইনালে প্রবল প্রতিপক্ষ দক্…

 




ওলিম্পিকস তিরন্দাজির প্রারম্ভিক পর্বে ছন্দে ভারত। পদকের আশা জাগিয়ে বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল পুরুষ ও মহিলা দল। শেষ আটে দীপিকাদের প্রতিপক্ষ ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিজয়ী দল। জিতলে, সেমি-ফাইনালে প্রবল প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মহিলা দল। পদক জয় থেকে মাত্র দু’ধাপ দূরে দাড়িয়ে দীপিকা কুমারী, অঙ্কিতা ভগতদের চোখে আত্মবিশ্বাসের ঝিলিক। বৃহস্পতিবার সকালে দাপট দেখায় মহিলা দল। শেষবেলায় র‌্যাঙ্কিংয়ে তৃতীয় হয়ে মধুর সমাপ্তি পুরুষদের। সবমিলিয়ে র‌্যাঙ্কিং ইভেন্টে পদকের স্বপ্ন ডালপালা মেলতে শুরু করেছে। পাশাপাশি তীরে এসে তরি ডোবার অতীত উদাহরণও প্রচুর। তাই শেষ পর্বে মনঃসংযোগ ধরে রাখাই পরীক্ষা।
পুরুষ বিভাগে আকর্ষণের কেন্দ্রে ধীরাজ বোম্মাদেবরা। তরুণ ভারতীয় তিরন্দাজের সংগ্রহ ৬৮১ পয়েন্ট। ফোকাস ধরে রেখে দারুণভাবে জ্বলে ওঠেন তাঁরা। অভিজ্ঞ তরুণদীপ রাই ও প্রবীণ যাদব হাঁকান যথাক্রমে ৬৭৬ ও ৬৫৮ পয়েন্ট। সবমিলিয়ে ২০১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত। উল্লেখ্য, ওলিম্পিকস শুরুর আগে তরুণদীপ জানান যে, তাঁরা পদক  জিততে মরিয়া। ফিরে তাকানোর কোনও জায়গা নেই। তা শুধুই কথার কথা নয়, তার প্রমাণ বৃহস্পতিবারের পারফরম্যান্স। এই ইভেন্টে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। ভারতের চেয়ে ৩৬ পয়েন্টে এগিয়ে তারা। অন্যদিকে, দীপিকা কুমারী, অঙ্কিতা ভগত ও ভজন কৌরকে নিয়ে গড়া মহিলা দল চতুর্থ হয়ে শেষ আটে পা রাখে। ছন্দে থাকা অঙ্কিতার সংগ্রহ ৬৬৬ পয়েন্ট। পাঁচ ধাপ পিছিয়ে কৌর। কেরিয়ারে চতুর্থ ওলিম্পিকসে নামা দীপিকা কুমারীর প্রাপ্তি ৬৫৮ পয়েন্ট। এই বিভাগে প্রথম তিনে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, চীন ও মেক্সিকো। শীর্ষে থাকা কোরিয়ার থেকে ভারতের পয়েন্টের ব্যবধান ৬৩। র‌্যাঙ্কিং ইভেন্টে ইতিমধ্যেই ওলিম্পিকস রেকর্ড গড়েছেন কোরিয়ার লিম সি অন।

No comments